বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুম্বাই বিমানবন্দর আজ ৫ ঘণ্টার জন্য বন্ধ থাকবে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

1448368495_iwmlsl_mumbai-airport_sn-680-550x364

পূর্বাশা ডেস্ক:

রানওয়ের রক্ষণাবেক্ষণের কাজের জন্য দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত, ৫ ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকবে ভারতের অন্যতম ব্যস্ততম মুম্বাই বিমানবন্দর। লম্বা সময় বন্ধ থাকার পর ফ্লাইট শুরু হলে সেই সময় দেখা দিতে পারে বড় ধরনের এয়ার ট্রাফিক।

ফলে সন্ধ্যার ফ্লাইটগুলেরা সময়ে পরিবর্তন হতে পারে। বিমানবন্দরের পক্ষ থেকে আগে থেকেই এই খবর জানিয়ে বেশ কিছু ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট। বিমানবন্দর বন্ধ থাকায় প্রায় ১৬০০টি ফ্লাইট সমস্যায় পড়তে পারে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরে যাত্রীদের ভিড় দিন দিন বাড়ছে। তবে সেই তুলনায় রানওয়েতে বিমান নিয়ন্ত্রণ ক্ষমতা না বাড়ায় সমস্যা তৈরি হচ্ছে। তাই রানওয়ের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানোর কাজ শুরু হয়েছে ১৮ অক্টোবর থেকে। নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত এই সংস্কার কাজ চলবে। এই কাজের জন্যই আজ সোমবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বাই বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি