বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারত ড্রোন দিয়েই সার্জিক্যাল স্ট্রাইক চালাবে পাকিস্তানে!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৬

bdpratidin_dron

পূর্বাশা ডেস্ক:

ভারতীয় সেনাবাহিনী এবার ড্রোন দিয়েই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাবে পাকিস্তানে। এর আগে পাকিস্তান সীমানায় প্রবেশ করে সার্জিক্যাল স্ট্রাইকে সাফল্য পাওয়ার পরে নতুন এই পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। সেনা সদস্যের মৃত্যুর সম্ভাবনা থাকবে এমন কোন অপারেশন ভারত চালাবে না। তাই এবার সেনাবাহিনীর ফ্লাইটে যুক্ত করা হচ্ছে ‘কমব্যাট ড্রোন’। যা অপারেশনে ঝুঁকি অনেক কমিয়ে আনতে সক্ষম। আর মিসাইল যুক্ত ওই ড্রোনটি তৈরি হচ্ছে ভারতের ‘প্রজেক্ট চিতা’ নামে গোপন প্রজেক্টে। খবর কলকাতা টয়েন্টিফোর সেভেনের।

বিশেষ এই প্রজেক্টের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে প্রায় ১০,০০০ কোটি। ভারতের বিমানবাহিনী জানিয়েছে, ভারতের ঘরে থাকা ‘হেরন’ ড্রোনকেই আপগ্রেড করা হচ্ছে। আর এতে থাকবে মিসাইলসহ নজরদারি চালানোর মতো অত্যাধুনিক ব্যবস্থা। যা সীমান্ত পার করে জঙ্গিঘাঁটিগুলোকে চিহ্নিত করে আঘাত হানতে পারবে সহজেই।

ভারতীয় এয়ারফোর্সের প্রাক্তন ভাইস চিফ এয়ার মার্শাল আরকে শর্মা জানান, যখন ড্রোন বিভিন্ন জায়গায় নজরদারি চালাতে সক্ষম, তখন তার আঘাত করার ক্ষমতাও থাকতে হয়। আর এর জন্য অন্য এয়ারক্রাফট নিযুক্ত না করাই ভালো। এখন কোন জঙ্গিঘাঁটির খবর পেলেই একেবারে নিঃশব্দে ৩০,০০০ ফুট উপর থেকেই আঘাত হানতে পারবে এই ড্রোন। এতে সাধারণ মানুষের কোন ক্ষতি না করেই মিসাইল ফেলা সম্ভব হবে। আর সেনা সদস্যরা অনেক দূরে বসেই এই ড্রোন কন্ট্রোল করতে পারবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি