বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাচ্চাদের এলার্জিজনিত সমস্যার সমাধানে বাদাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৬

peanuts

পূর্বাশা ডেস্কঃ

নতুন এক গবেষণায় দেখা গেছে, বাচ্চাদের এলার্জি জনিত সমস্যার সমাধানে চিনাবাদাম কার্যকরি ভূমিকা রাখতে পারে। চিনাবাদামে থাকা আমিষ এলার্জি প্রতিরোধে সহায়ক।

এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইউরোলজির জার্নালে প্রকাশিত এক নতুন গবেষণার পরে এই তথ্য জানানো হয়েছে। গবেষণায় দেখা গেছে, যারা ত্বকে বাদামের প্রলেপ ব্যবহার করেছেন তারা ১০ গুন বেশি আমিষ গ্রহণ করতে পেরেছেন। যা এলার্জি প্রতিরোধে পূর্বের চিকিৎসার চেয়ে অনেক বেশি কার্যকরি ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

গবেষণায় আরো দেখা যায়, চিকিৎসার এই পদ্ধতিটি ৪ থেকে ১১ বছরের বাচ্চাদের জন্য বেশি উপযোগী। গবেষণায় অংশগ্রহণকারী ১২ বছরের বাচ্চাদের তেমন কোন প্রভাব দেখা যায়নি।

চিকিৎসার এই পদ্ধতিটির দীর্ঘ মেয়াদী ফলাফল পাওয়া যাবে বলে গবেষকরা আশা করছেন। কারণ এই বিষয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে বলে এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইউরোলজির গবেষণা দলের প্রধান ডা. ড্যানিয়েল রুটরুসেন জানান। তবে ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন থেকে চিকিৎসার জন্য এই পদ্ধতিটি এখনো অনুমোদন পায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি