বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভিয়েতনামে কারাওকে বারে আগুনে নিহত ১৩জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

image_168673_0

পূর্বাশা ডেস্কঃ

ভিয়েতনামে একটি কারাওকে বারে আগুন লাগার ঘটনায় অন্ততপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেশটির হ্যানয়ের তাও জাই জেলার আটতলা বিশিষ্ট ওই বারটিতে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে দমকল বাহিনীর সদস্যদের পাঁচঘণ্টা সময় লাগে। দুই পুলিশ কর্মকর্তাও এ সময় আহত হয়েছেন।

একজন রক্ষী সাংবাদিকদের জানিয়েছেন, একটি সাইনবোর্ড থেকে আগুনের সূত্রপাত। কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তারা ব্যর্থ হন।
ওই ভবনের আগুন পাশের আরো তিনটি ভবনেও ছড়িয়ে পড়ে। আগুনে রাস্তায় থাকা একটি গাড়ি এবং একটি মোটরবাইকও পুড়ে যায়।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন শান ফুক আগুন লাগার এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেউ যদি আইন ভেঙে থাকেন তবে তার শাস্তিরও ঘোষণা দিয়েছেন।

তিনি স্থানীয় কর্তৃপক্ষকে কারাওকে চত্বর ও রেস্তোরাঁগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন।

কারাওকে হচ্ছে অপেশাদার সংগীতশিল্পীদের পরিবেশনা যাতে দর্শক-শ্রোতাদেরও অংশগ্রহণ থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি