রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার সিডনিতে সন্ত্রাস বিরোধী অভিযানে আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

syedney-550x333

পূর্বাশা ডেস্কঃ

সন্ত্রাস বিরোধী অভিযানে অস্ট্রেলিয়ার সিডনিতে দুইজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। অস্ট্রেলিয়ার আইন অনুসারে বিদেশি যুদ্ধে সম্পৃক্ত হওয়ার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে দেশটির পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ সিডনি শহরে তল্লাশি চালায়। এ সময় মেমহেত বিবার (২৫) নামের এক যুবককে আটক করা হয়। ২০১৩ সালে আল-কায়েদার সঙ্গে জড়িত হয়ে সিরিয়ার বিদ্রোহী আল-নুসরা ফ্রন্টের পক্ষে যুদ্ধ করে মেমহাত জানায় পুলিশ।

এ ছাড়াও ১৭ বছর বয়সের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালে আইএস নামধারী জঙ্গি গোষ্ঠীর পক্ষে যুদ্ধ করার জন্য ভ্রমণের প্রস্তুতি নিয়েছিল ওই কিশোর।

অস্ট্রেলিয়ার সরকার দেশ থেকে আইএস অধীনস্থ সিরিয়া বা ইরাক অঞ্চলে ভ্রমণ, তাদের অর্থায়ন অথবা সেখানে কাউকে পাঠানো ও সেখানে যাওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণ দেয়াকে অপরাধ হিসেবে বিবেচনা করছে। আর এ কারণেই সন্ত্রাস বিরোধী অভিযানে এই দুইজনকে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি