রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাতীয় পতাকা অপব্যবহারে ৬ মাসের সাজার বিধান আমিরাতে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

ar-161109816-550x310

পূর্বাশা ডেস্ক:

উদযাপন উত্তেজনাপূর্ণ হওয়াটাই স্বাভাবিক, তবে উদযাপনের সময় হাতের পতাকা মাটিতে ফেলে দেওয়ার আগে এখন থেকে সাবধান হতে হবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের । কেন না জাতীয় পতাকার দিকে সচেতন না হলে জেল অথবা জরিমানার দিতে হবে। আমিরাতের সরকার এমনটাই ঘোষণা দিয়েছে।

দেশটির কালচারাল এন্ড নলেজ ডেভলপমেন্ট মন্ত্রণালয় জাতীয় পতাকার অবমাননার জন্য শাস্তির বিধান করেছে। কালচারাল মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে দেশবাসীকে জাতীয় পতাকা ব্যবহারে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যদি কোন ব্যক্তি জনসম্মুখে কেন্দ্রীয় পতাকা ফেলে দেয়, পতাকার ক্ষতি করে কিংবা অন্য কোনোভাবে পতাকার অবমাননা করে তবে তাকে জরিমানা দিতে হবে।

জাতীয় পতাকা অবমাননাকারী আমিরাতের যে কোনো রাজ্যেরই নাগরিক হোক না কেন। কেন্ত্রীয় সরকার তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। কেন্দ্রীয় পতাকা অবমাননা বা অবজ্ঞাকারীকে কমপক্ষে ৬ মাসের জেল এবং ১ হাজার দিনার জরিমানা দিতে হবে বলে বিবৃতি বলা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি