রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অস্ট্রেলিয়া সফর বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

indonosia-550x309

পূর্বাশা ডেস্কঃ

গভর্নরের পদত্যাগের দাবিতে জাকার্তার পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হচ্ছে আরো অসংখ্য মানুষ। ৫০ হাজার থেকে রাতের মধ্যে তা এক লক্ষ ছাড়িয়েছে। এ পর্যন্ত পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। বিক্ষোভকারীরা পুরো প্রেসিডেন্ট ভবন ঘিরে রেখেছে।

প্রেসিডেন্ট জোকো ইউডোডো আজ শনিবার এক বিশেষ সফরে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। পরিস্থিতি বিবেচনা করে তিনি সফর বাতিল করে দিয়েছেন। গভর্নরের পদত্যাগের দাবিটি জাতিগত সংঘাতের দিকে চলে যেতে পারে বলে সরকার সন্দেহ করছে। গাড়ি পুড়িয়ে দেয়াসহ ভাঙচুর ও অন্যান্য অরাজক কাজের জন্য এ পর্যন্ত ১৫ জন আটক করা হয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর বাসুকি এহক একজন চিনা বংশদ্ভূত খ্রিস্টান। তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি তিনি কোরআনের একটি সুরা আল-মাইদার ৫১ নং আয়াতটি সংশোধন করতে বলেছেন। বাসুকি অবশ্য বলছেন তার কথাকে ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে। তিনি মোটেই কোরআন নিয়ে কোনো বাজে কথা বলেননি।

এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে ইসলামিক ডিফেন্ডার গ্রুপ নামে একটি সংগঠন। এই সংগঠনটি ১৯৯৯ সাল গঠিত হয়েছে। বাসুকি যখন ২০১৪ সালে প্রথম গভর্নর হন তখন থেকেই এই গ্রুপটি তাঁকে অপসারণ করার জন্য প্রতিবাদ করছে। তারা বাসুকিকে সরিয়ে সেখানে একজন মুসলমানের নেতৃত্ব চায়। তাদের দাবী বিশ্বের সর্ববৃহৎ মুসলমানদেশের রাজধানী একজন অমুসলিম দ্বারা শাসিত হতে পারে না। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মুসলিম রাজনৈতিক দল নাহদালাতুল উলামা এই আন্দোলনের সঙ্গে যুক্ত নেই। ইপিআই গ্রুপটি অবশ্য একটু কন্ট্রোর মুসলিম রাজনৈতিক দল হিসেবেই পরিচিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি