রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১২ জন স্কুলছাত্রীকে ধর্ষণ করে ৭ শিক্ষক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

14937034_1792219101036929_988454834_n

পূর্বাশা ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্রে এবার একটি আবাসিক স্কুলে অন্তত ১২ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাত শিক্ষকসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে স্কুলটির প্রধান শিক্ষকও রয়েছেন। এ অভিযোগে আরও কয়েকজন শিক্ষককে গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

গতকাল শুক্রবার (৪ নভেম্বর ) মহারাষ্ট্রের পুলিশ মহানির্দেশক সতীশ মাথুর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাতজন শিক্ষক এবং চারজন কর্মচারীকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

মুম্বাই থেকে ৪৫০ কিলোমিটার দূরের বুলদানা জেলায় নিনাধি আশ্রম নামের ওই বেসরকারি আবাসিক স্কুলে আদিবাসী ছাত্রীরা পড়াশোনা করে। যাদের ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তারা সবাই ১২ থেকে ১৪ বছর বয়সী।

সম্প্রতি দিওয়ালির ছুটিতে ছাত্রীরা বাড়ি যায়। জলগাঁও জেলার হালখেড়া গ্রামের তিন ছাত্রী ওই স্কুলে পড়ে। বাড়িতে গেলে ছাত্রীদের আচরণে সন্দেহ হয়। পরিবারের থেকে প্রশ্ন করলে ছাত্রীরা জানায়, তাদের পেটে ব্যথা, ভেতরে একটা ভারী কিছু আছে বলে মনে হয় সবসময়।

ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে দেখা যায় তারা সন্তানসম্ভবা। তখনই ধর্ষণের ঘটনাটি জানা যায়। প্রথমে জলগাঁও জেলার পুলিশ এবং তারপরে বুলদানা জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়।

মহারাষ্ট্রের পুলিশ মহানির্দেশক সতীশ মাথুর আজ এক সংবাদ সম্মেলনে জানান, সাতজন শিক্ষক এবং চারজন অশিক্ষক কর্মচারী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। ঘটনার তদন্তে ৬ জন অফিসারকে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল তৈরী করা হয়েছে।

অন্যদিকে যে ছাত্রীদের ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তাদের চিকিৎসার জন্য আকোলা জেলার একটি হাসপাতালে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি