রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দূষণ বাড়ছে দিল্লিতে, শ্বাসকষ্টে মানুষ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

india-jpg-sm20161105132447

পূর্বাশা ডেস্কঃ
ভারতের রাজধানী দিল্লির দূষণ যেন নিয়ন্ত্রণ করাই যাচ্ছে না। ক্রমেই যা রূপ নিয়েছে ভয়াবহ পরিস্থিতিতে।

ধোঁয়া, ধুলায় ছেয়ে আছে চারপাশ। যেকোনো রকম শঙ্কা এড়াতে সেখানকার ১৮০০’র বেশি স্কুল এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত হারে নগরায়ন, কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কারখানা থেকে নির্গত ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে দিল্লির আকাশ-বাতাস। বাতাসে ভেসে বেড়াচ্ছে ঘণ দূষিত পদার্থ। যাতে শ্বাসকষ্টের শিকার হচ্ছেন অনেকেই।

ইউনিসেফের একটি প্রতিবেদন বলছে, দেশটিতে প্রতি বছর পাঁচ বছরের নিচে শিশুরা যতটা না এইচআইভি, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়, তার থেকে অনেক বেশি মারা যায় ঘর এবং বাইরের দূষণের কারণে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি