রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘সুইচ গেট’ নিয়ে হিলারি-ট্রাম্প ব্যস্ত শেষ সপ্তাহের প্রচারণায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

tramp-klinton-550x309
পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে শেষ সপ্তাহের প্রচারণা। প্রচারণায় প্রধান দুই প্রার্থী জনসমর্থনের জন্য অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তাঁরা উভয়েই দেশের ‘সুইচ গেট’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

অর্থাৎ আমেরিকাতে যেসব অঙ্গরাজ্যে দুই প্রার্থীরই সমান জোড় রয়েছে এবং ভোটাররা যেকোন সময় একদিকে ঝুঁকে পড়লে ভোটের ফলাফল পাল্টে যেতে পারে সেসব অঙ্গরাজ্য নিয়ে তাঁরা ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে শুক্রবার পর্যন্ত নির্বাচনের আগাম ভোট পড়েছে ৩৭ লাখ।

নির্বাচনকে কেন্দ্র করে বরাবরের মতোই পরস্পরের প্রতি পরস্পরের বাক্যবান চলছেই। এখন তারা সিদ্ধান্ত না নেওয়া ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। বলা হচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন বেড়েছে।

ভারতীয় উপমহাদেশের নির্বচনী প্রাচরণা দিক থেকে মার্কিন নির্বচনী প্রচারণা সম্পূর্ণ ব্যাতিক্রম। নির্বাচনী প্রচারণার প্রসারতা তৈরি হয়েছে জনগণের বেড রুম পর্যন্ত। দামি দামি বিজ্ঞাপন প্রচার করে প্রার্থীরা টেলিভিশনের মাধ্যমে নিজেদের প্রচারণা চালাচ্ছেন। কিন্তু বিজ্ঞাপনগুলোতে নিজেদের ভালো দিকের চেয়ে স্থান পাচ্ছে প্রতিদ্বন্দী প্রার্থীর দোষ-ত্রুটি।

আমেরিকায় একই সময় প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে স্থানীয় নির্বাচনী প্রচারণা। অর্থাৎ একজন প্রার্থী আগামী ৮ নভেম্বরে একদিকে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেবেন অন্যদিকে ভোট দেবেন স্থানীয় সরকার নির্বাচনেও।

আলোচনায় না এলেও মার্কিন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রচারণার জন্য মাঝে মাঝে বিজ্ঞাপনে আসছে। সম্ভাব্য ভোট প্রত্যাশার উদ্দেশ্য তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচনী মাঠে খেলোয়াড় মূলত দুইটি। হিলারি এবং ট্রাম্প।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি