রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাপান থেকে ইউএস-টু আই উভচর বিমান কিনবে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

download-1-6
পূর্বাশা ডেস্ক:

জাপানে নির্মিত একডজন ইউএস-টু আই উভচর বিমান কিনতে এবার থমকে থাকা প্রকল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হল ভারতের তরফে। জাপানে তৈরি ইউএস-টু আই বিমান কিনতে ভারতের মোট দশ হাজার কোটি টাকা ব্যয় হবে। এমাসেরই ১১ তারিখ টোকিও যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনৈতিক মহলের আশা, মোদির এই সফরের ফলে ভারত-জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গাঢ় হবে, এবং সামরিক ক্ষেত্রে বিভিন্ন থেমে থাকা চুক্তি ফের পুনরুজ্জীবিত হবে।

প্রসঙ্গত, মোদির এই সফরের কেন্দ্রে রয়েছে অসামরিক পরমাণু চুক্তি, যা দুদেশের মধ্যে স্বাক্ষর হওয়ার কথা আছে। তবে মনে করা হচ্ছে ভারতের ইউএস-টু আই কেনার সিদ্ধান্তও যথেষ্ট গুরুত্ব পাবে এই সফরে।

ভারতের ইউএস-টু আই প্রকল্পের মধ্যে রয়েছে ছটি বড় মাপের উভচর বিমান কেনার পরিকল্পনা নৌবাহিনী ও উপকূলরক্ষিবাহিনীর জন্যে। সোমবার ডিফেন্স অ্যাকিউজিশান কাউন্সিল বা ডিএসি একটি বৈঠক করবে, যাঁর নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। সেখানেই ইউএস-টু আই প্রকল্প নিয়ে দুদেশের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা হবে এবং অ্যাম্ফিবিয়াস এয়ারক্রাফ্ট কেনার প্রক্রিয়া শুরু হবে, খবর সূত্রের।

এই বিশেষ ইউএস-টু আই উভচর বিমানগুলো স্থল এবং জল দুজায়গা থেকেই শর্ট টেক-অফে পারদর্শী। এইধরনের বিমান সাধারণত তল্লাশি অভিযান ও উদ্ধারকাজে ব্যবহৃত হলেও, এই বিমান জরুরি অবস্থায় যুদ্ধের জন্যে প্রস্তত ৩০ সেনাবাহিনীর দলকেও যে কোনও ‘হট জোনে’ পৌঁছে দিতে সক্ষম।

যদিও নৌবাহিনীর কাছে আরও উন্নতমানের সামরিক সরঞ্জাম রয়েছে, যেমন সাবমেরিন বা মাল্টিরোল হেলিকপ্টার। তবে জাপানের সঙ্গে ভারতের ইউএস-টু আই চুক্তি সই চীনের জন্যে কড়া বার্তা বহন করে আনবে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। কারণ সম্প্রতি এশিয়-প্যাসিফিক অঞ্চলে চীনের কিছু কার্যকলাপ চিন্তার মেঘ তৈরি করেছিল ভারত এবং জাপান দুদেশের আকাশেই।

তবে ইউএস-টু আই নিয়ে জাপান-ভারতের চুক্তি স্বাক্ষর হলে, এটাই হবে ভারতের প্রথম জাপান থেকে সামরিক সরঞ্জাম কেনা। কারণ এরআগে জাপান নিজেদেরই ওপর সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে স্ব আরোপিত নিষেধাজ্ঞা জারি করেছিল। সম্প্রতি সেই পাঁচ দশকের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান। এছাড়া জাপান এখন সামরিক সরঞ্জামের দাম কমানোরও সিদ্ধান্ত নিয়েছে। আগে ইউএস টু আই উভচর বিমান কিনতে মোট খরচ হত ১.৬ বিলিয়ন ডলার বা ১০, ৭২০ কোটি টাকা। আপাতত দুদেশের মধ্যে এই চুক্তি সইয়ের দিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি