সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সেনা মোতায়েন করছে পাকিস্তান সীমান্তে রেঞ্জারদের সরিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

download-2-3

পূর্বাশা ডেস্কঃ

জম্মুর ১৯০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত থেকে রেঞ্জারদের সরিয়ে দিচ্ছে পাক সেনা। তার জায়গায় মোতায়েন করা হচ্ছে সেনাকর্মীদের। সীমান্ত চৌকি আর ছাউনি থেকে পাক সীমান্ত রক্ষার দায়িত্বে থাকে রেঞ্জার বাহিনী। সে জায়গায় পুরোদস্তুর সেনাবাহিনী মোতায়েন করছে রাওয়ালপিন্ডির সেনা সদর দফতর।

বিষয়টি নজরে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। তারা জানিয়েছে, ৮-৯ দিন ধরে পাকিস্তানের দিকে ভালরকম ব্যস্ততা চোখে পড়ছে। গাড়িবোঝাই করে সেনাকর্মীদের আসতে দেখা যাচ্ছে, সঙ্গে আসছে অস্ত্রশস্ত্র। জম্মু, রাজস্থান গুজরাত ও পশ্চিমবঙ্গ সীমান্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধাসামরিক বাহিনী মোতায়েন করাই যেখানে যথেষ্ট বলে মনে করা হয়। সেখান থেকে পাকিস্তান সরে আসায়, এটা পরিষ্কার, তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

শুধু বিএসএফ-ই নয়, কেন্দ্রও জানাচ্ছে, রেঞ্জার চৌকিতে সেনা মোতায়েন করছে পাকিস্তান। আসছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। অর্থাৎ, এবার পাক সেনার মুখোমুখি হতে হবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে।

দিল্লির ধারণা, পাক সেনা প্রধান রাহিল শরিফ অবসর না নেওয়া পর্যন্ত এভাবেই প্ররোচনামূলক আচরণ করে যাবে পাকিস্তান, যাতে তাঁর উত্তরসূরীও একই পথে হাঁটতে পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি