রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের ১১ হাজার এনজিও লাইসেন্স নবায়ন করেনি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

greenpeace-550x311

পূর্বাশা ডেস্কঃ

ভারতের ১১ হাজার ৩১৯ টি এনজিওর লাইসেন্স নবায়ন করেনি। দেশটির কেন্ত্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফরেন কন্ট্রিভিউশন রেজুলেশন অ্যাক্ট (এফসিআরএ)-২০১০ অনুযায়ী এই এনজিওগুলোর লাইসেন্স নবায়ন না করায় তাদের বিদেশি সহায়তা গ্রহণ কার্যক্রম করতে পারবে না।

৩০ জুন, ২০১৬ পর্যন্ত এনজিওগুলো লাইসেন্স নবায়ন করার ডেড লাইন ছিল। পরে এনজিওগুলোর লাইসেন্সের নবায়নের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছিল এনজিওগুলোর লাইসেন্স নবায়নের সময়সীমা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের ২৯ মার্চ এনজিওগুলোর ৩০ জুনের মধ্যেই লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেয়। পরে আরো দুই দফা বর্ধিত করে করা হয় লাইসেন্স নবায়নের সময়সীমা। এনজিওগুলো দুই দফা সময় বাড়ানোর পরেও ভারতের ১১ হাজার ৩১৯টি এনজিও লাইসেন্স নবায়ন করেনি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপনে জানায়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, লাইসেন্স নবায়নের ডেড লাইন পর্যন্ত যে সব এনজিও লাইসেন্স নবায়ন করে সরকারি আদেশের সম্মান দেখায়নি নভেম্বর থেকে তাদের লাইসেন্স বাতিল হবে। ফলে বাতিল হওয়া এনজিওগুলো বিদেশি অনুদান গ্রহণ করতে বিপাকে পরতে হবে।

প্রতি ৫ বছর পর ভারতের এনজিওগুলোর লাইসেন্স নবায়ন করতে হয়। ইন্ডিয়ান স্ট্যাটেশটিক্যাল ইন্সটিটিউট ও সালাম বালাকের মতো বড় বড় এনজিও রয়েছে লাইসেন্স নবায়নের তালিকায়। সালাম বালাক ট্রাস্ট পথশিশুদের নিয়ে কাজ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি