সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সহযোগিদের গ্রেপ্তারের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

korea
পূর্বাশা ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউর দুই সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত।

আন জং- বেম সাবেক সিনিয়র সচিব এবং জং হো-সাং ব্যক্তিগত সচিব ছিলেন প্রেসিডেন্ট পার্ক জিউর। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় এই আদেশ দেয় আদালত।

এদিকে প্রেসিডেন্ট পার্ক জিউর পদত্যাগের দাবিতে রাজধানী সিউলের রাস্তায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে। প্রেসিডেন্ট পার্ক জিউ এই কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করতে অস্বীকার করলেও, শুক্রবার টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং অপরাধ স্বীকার করে নিজ জাতির কাছে ক্ষমা চান।

পার্ক জিউ বলেন, আমার অসচেতনায় এই দুই সহযোগী সরকারের নীতি বিরোধী অপরাধমূলক কর্মকা- করতে সক্ষম হয়েছে।

মিসেস পার্ক দক্ষিণ কোরিয়ার একমাত্র নারী প্রেসিডেন্ট। ২০১২ সালের ডিসেম্বরে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি