সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের গাফিলতিতে ভেস্তে গেল আমেরিকার সঙ্গে এম-৭৭৭ কামানের চুক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

35aa94bf00000578-3660169-image-m-2_1466892882673-550x404
পূর্বাশা ডেস্ক:

ভারতীয় সেনাকে অত্যাধুনিক বানাতে নেওয়া পদক্ষেপ এই মুহুর্তে এগনোর বদলে সেটা স্বপ্ন হয়েই রয়ে গেল। সরকার এই বিষয়ে সময় থাকতে কোনো ব্যবস্থাই নিল না যার ফলে আমেরিকার সঙ্গে হতে জাওয়া চুক্তির আগেই সেটা শেষ হয়ে গেল। আসলে পাকিস্তানের তরফ থেকে বেড়ে যাওয়া আক্রমনের ফলে আমেরিকার সঙ্গে শুরু হওয়া চুক্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। এই চুক্তি অনুযায়ী ভারত আমেরকিরার থেকে এম ৭৭৭-এর হালকা হাউইৎজার কামান কিনতে চলেছিল। কিন্তু এটা নিয়ে ক্যাবিনেট কমিটি অ সিকিউরিটির বৈঠকই হয়নি যার ফলে এই চুক্তি আর এগনো যায়নি।

একটি ইংরাজি পত্রিকার খবর অনুযায়ী, পেন্টাগন এই বাবত একটি লেটার অফ অফার অ্যান্ড এক্সেপটেন্সের মতে ভারত এবং আমেরিকার মধ্যে এম ৭৭৭ হাউইৎজার কামাল নিয়ে ৭৩৭ মিলিয়ন ডলারের একটি নিরাপত্তা চুক্তি হয়। এই কামানটি ২৫ কিমি দূরের নিশানাও সঠিক ভাবে লাগাতে পারে। কিন্তু এই বিষয়টির সময় সীমা ছিল ৫ নভেম্বর, যা গতকাল শেষ হয়ে গেছে। আসলে প্রত্যেক নিরাপত্তা চুক্তি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে চূড়ান্ত হয়। এই বৈঠকে অর্থ মন্ত্রালয়ও অংশ নেয়। এরপর চুক্তিকে অন্তিম রূপ দেওয়া হয়। কিন্তু এই সময় বৈঠক না হওয়ার কারন চুক্তি শেষ স্তর পর্যন্ত পৌঁছায়নি।

প্রসঙ্গত, ভারতীয় সেনার কাছে গোলা বারুদ সহ অন্যান্য সেনা সামগ্রীর কমতি আর কারুর কাছে লুকিয়ে নেই। সময় সময়ে বরিষ্ঠ আধিকারিক নেতা মন্ত্রীদের বয়ান আসতেই থাকে। গত কয়েক বছর ভারত সরকার কোনো নতুন নিরাপত্তা চুক্তিও করেনি। তাই এই চুক্তি নিয়ে ঘুষ খাওয়ার অভিযোগও উঠেছে।

সেনা শেষবার ১৯৮০ সালে বোফোর্স তোপ কিনেছিল। কিন্তু এই চুক্তি নিয়েও সরকারের উপর ঘুষ খাওয়ার অভিযোগ ওঠে। এরপর ভারতীয় সসেনা ১৫৫এমএম/৩৯ কেলিবারের হাল্কা হাউইৎজার কামানের দরকার ছিল। এই কামানকে অকে উঁচু স্থানে বিমানে করে নিয়ে যাওয়া যেতে পারে। চিনের সঙ্গে থাকা ভারতীয় সীমাতে এই কামান লাগানো যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি