সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এফবিআইয়ের সবুজ সংকেত, ‘হোয়াইট হাউজ’র লড়াইয়ে হিলারিই এগিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

3a20469000000578-3912120-comey_sent_this_letter_announcing_the_fbi_s_finding_after_examin-a-116_1478502775439-425x550

ডেইলি মেইল রিপোর্ট :

মার্কিন নির্বাচনের মাত্র ১৯ ঘন্টা আগে কংগ্রেসকে লেখা চিঠিতে এফবিআইয়ের জেমস কোমি জানিয়েছেন, ই-মেল সংক্রান্ত কোনও ক্রিমিনাল চার্জ নেই ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে। রোববার কংগ্রেসকে দেওয়া রিপোর্টে এফবি আই-এর ডিরেক্টর জেমস কোমি জানান, রাতদিন কাজ করেছেন তদন্তকারীরা। সব ই-মেল ভালো করে পরীক্ষা করার পর এফবি আই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সেক্রেটারি অফ স্টেট থাকাকালীন কোনও অনৈতিক কাজ হিলারি ক্লিনটন করেননি।

24007578223_b82c58cbb9_b_hillary-clinton-iowa

গত ২৮ অক্টোবর এই জেমস কোমি যখন হিলারির ই-মেইল বিতর্ক শুরু করেন তখন হিলারি নির্ভিক চিত্তে ও দ্ব্যর্থ কণ্ঠে তার ভোটারদের বলেছিলেন, তদন্তে কিছুই মিলবে না। হিলারির কথাই সত্যি হওয়ায় তার নির্বাচনী প্রচারণায় শেষ মূহুর্তে প্রবল জোয়ারের সৃষ্টি হয়েছে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বিষয়টি বিচারের ভার মার্কিন জনগণের ওপর ছেড়ে দিলাম। তিনি প্রশ্ন তুলেছেন, মাত্র ৮দিনে হিলারের সাড়ে ৬ লাখ ইমেইল যাচাই করা অসম্ভব ব্যাপার।

জেমস কোমি কংগ্রেসকে দেয়া তার চিঠিতে আরো লিখেছেন, হিলারির ইমেইল তদন্তে এফবিআই টিম তার কাছে আসা, এমনকি তার কাছ থেকে যাওয়া সমস্ত মেইল পর্যালোচনা করে দেখা হয়েছে। এর আগে গত জুলাইয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির বিরুদ্ধে ইমেইল ব্যবহার নিয়ে তদন্তে দেয়া আমাদের সিদ্ধান্তের কোনো হেরফের হয়নি।

চিঠিতে হিলারিকে সন্মান জানিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে এফবিআই।

স্বল্প সময়ে এফবিআইয়ের তদন্তকারীরা যে পেশাগত দক্ষতার সঙ্গে উচ্চমানের এক অসাধারণ পরিমাণ কাজ করেছে তার জন্যে জেমস কোমি চিঠিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিঠিতে কোমি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় ইমেইল ব্যবহার করা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল, এই নিয়ে তদন্তের পর দেখা যাচ্ছে যে, মিস ক্লিনটনের বিরুদ্ধে কোনো অভিযোগ করাটা উচিত হবে না। চিঠিতে কোমি বলেন, ঘটনার পর্যালোচনা শেষ করেছে এফবি আই। তবে, সেখানে এমন কিছুই পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে এফবি আইয়ের আগের বক্তব্যই অপরিবর্তনীয় রয়েছে।

গত জুলাই মাসে কোমি বলেছিলেন যে, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত সার্ভার ব্যাবহার করে সংবেদনশীল তথ্যাদি ব্যবহারের ক্ষেত্রে হিলারি ক্লিনটন অসাবধান ছিলেন কিন্তু অপরাধী নয়।

এফবি আই প্রধানের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার যোগাযোগ শাখার প্রধান ডেনিফার পালমিয়েরি। তিনি বলেছেন, হিলারির কাছে পাঠানো কোমির চিঠিটা আমরা দেখেছি। আমরা আনন্দিত যে, গত জুলাইয়ে তিনি যে উপসংহারে পৌঁছেছিলেন সেটিই পাওয়া গেছে। আমরা অবশ্য আত্মবিশ্বাসী ছিলাম যে তিনি এটাই পাবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে, এই ব্যাপারটার একটা সমাধান হলো।

ব্যক্তিগত সার্ভার থেকে রাষ্ট্রীয় গোপন তথ্যসমৃদ্ধ ইমেইল ব্যবহার করা নিয়ে নির্বাচনের কিছু দিন আগে হঠাৎ করে বিতর্ক দেখা দেয়। আর এ কারণে হিলারির নির্বাচনী প্রচারণাও একটা টালমাটাল অবস্থায় পড়ে গিয়েছিল।
তবে, এখন শেষ মুহূর্তে দেয়া কোমির এই বক্তব্যকেও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবির। রিপাবলিকান প্রার্থীর এডভাইজার নেট গিংগ্রিচ এক টুইটে বলেছেন, কোমি নিশ্চয়ই অনেক রাজনৈতিক চাপে ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি