শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তান ছাড়লেন ৩ ভারতীয় কূটনীতিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

3-news-550x413
পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানে নাশকতার অভিযোগে অভিযুক্ত ভারতীয় হাইকমিশনের ৮ জনের মধ্যে ৩ কর্মকর্তা পাকিস্তান ত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে দূতাবাতাসের ফার্স্ট সেক্রেটারি (কর্মাশিয়াল) তথা ‘র’ এর স্টেশন চিফ অনুরাগ সিংহ, বিজয় কুমার বর্মা, মাধবন নন্দকুমার ইসলামাবাদের বেনজীর ইন্টান্যাশনাল বিমানবন্দর থেকে দুবাই হয়ে ভারতের উদ্দেশে রওয়ানা দেন। বাকি পাঁচজন কর্মকর্তা আগামীকাল ওয়াগাহ থেকে পাকিস্তান ছাড়বেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র জানায়, কর্মকর্তাদের গত রোববার ভারত চলে যাওয়ার শিডিউল ছিল। কিন্তু জরুরি কিছু কাগজপত্র প্রস্তুত না হওয়ার কারণে তাদের পাকিস্তান ছাড়াটা বিলম্ব হয়।

ওয়াহাগ হয়ে ভারত ফিরে যাওয়ার কর্মকর্তাদের মধ্যে রাজেশ কুমার অগ্নিহোত্রি, বলবীর সিংহ, অমরদীপ সিংহ ভাট্রি, জয়বালন সেন্থিল এবং ধর্মেন্দ্র সোধি রয়েছেন। ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে নিয়োজিত এ কর্মকর্তাদের বিরুদ্ধে পাকিস্তানে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি