শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সমগ্র পাতালে ছড়িয়ে আইএসের ‘সুরঙ্গ নেটওয়ার্ক’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

is

পূর্বাশা ডেস্ক:

‘ওরা সর্বত্র ছড়িয়ে রয়েছে’ বলে উঠলেন ইরাকের গোয়েন্দা সংস্থার এক অফিসার৷ এখানে ‘ওরা’ বলতে বলা হয়েছে আইএস জঙ্গিদের কথা৷ কারণ সম্প্রতি মসুলে ইরাকি সেনা খোঁজ পেয়েছে একটি গোপন সুরঙ্গের৷ যেখানে এতদিন ঘাঁটি গেড়ে গোপন আস্তানা বানিয়ে ছিল আইএস জঙ্গিরা৷ সুরঙ্গটা আবিষ্কার হওয়ার পরে দেখা গিয়েছে, মসুলের কাছে মাটির তলায় সম্পূর্ণ নেটওয়ার্ক হিসেবে কাজ করত এই সুরঙ্গ৷সেনা জানিয়েছে এখনও পর্যন্ত এমন ৬টি সুরঙ্গের হদিশ পেয়েছেন তারা৷

জানা গিয়েছে, অত্যন্ত ছোটো সুরঙ্গটির ভেতরে মজুত করা রয়েছে প্রচুর বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র৷ প্রথম সুরঙ্গটির চোখে পরে মসুলের একটি গ্রামের বাড়ির প্রবেশ পথে৷গোয়েন্দারা জানিয়েছেন, তাদের অনুমান সুরঙ্গটি ছড়িয়ে রয়েছে পুরো গ্রামটির তলায়৷আইএসের দ্বারা অধিকৃত সবচেয়ে বড় শহর হল মসুল৷ যেখানে বর্তমানে আমেরিকার নেতৃত্বে ইরাকি সেনার আঘাতে অনেকটাই মাটি হারাচ্ছে আইএস৷
গত কিছু মাসে ইরাকে আইএসের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছে ইরাকি সেনা৷ তবে সেনা জানিয়েছে, যখনই আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে গিয়েছে, তখনই কিছু সময় পরে অদৃশ্য হয়ে যেত আইএস জঙ্গিরা৷ কিন্তু কোথায় যেত তা বুঝতে পারত না ইরাকি সেনা৷ এবার এই সুরঙ্গগুলি উদ্ধার হওয়ার ফলে সেনার মাথায় এসেছে এই সুরঙ্গগুলিকেই বাঙ্কার হিসেবে ব্যবহার করত আইএস৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি