শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হিলারি ৪ পয়েন্ট এগিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

us-presidential-elections-696x311-550x367
পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নির্বাচন ইতিহাসে নজিরবিহীন এবং বিদ্বেষপূর্ণ প্রচারণা শেষে আর কয়েকঘন্টা পরেই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বিবিসি’র শেষ মুহূর্তের জরিপে হিলারি ক্লিনটন ৪ পয়েন্ট এগিয়ে। পিছিয়ে ট্রাম্প।

শেষ দিনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন, তাকে ভোট দিয়ে একটি দুর্নীতিবাজ রাজনৈতিক চক্রকে প্রত্যাখ্যানের এটিই সর্বত্তোম এবং শেষ সুযোগ। অন্যদিকে পিটসবুর্গে হিলারির আহ্বান জানিয়েছেন, বিভাজন ঘুচিয়ে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার।

নির্বচনী প্রচারণায় শেষ সপ্তাহের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনায় তার নির্বাচনী পরবর্তী ব্যবসায়ীক নীতি কি হবে তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংশয় তৈরি হয়। এতে শেয়ার বাজারে নিম্নগতি লক্ষ্য করা যায়। কিন্তু গত রোববার হিলারি ক্লিনটনের মেইলে বে-আইনি কিছু নেই- এফবি আই এর এমন ঘোষণার পর বিভিন্ন দেশের স্টক মার্কেটের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়া নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে হিলারির ই-মেইল নিয়ে এফবিআই এর ইতিবাচক মন্তব্য নির্বাচনে জেতার সম্ভাবনা উন্নতির দিকে নিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছে তার বিরুদ্ধে কারচুপি করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি