শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারত-পাক উত্তেজনার মধ্যে ইকারবান-ই-আমন বাস পরিশেবা আবার শুরু হল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

car-550x457
পূর্বাশা ডেস্ক:

ভারত পাকিস্তানের মধ্যে সেনা উত্তেজনা একটুও কমেনি। কিন্তু সোমবার কারবান-ই-আমন রক্ষনাবেক্ষনের জন্য আটকে থাকার পর আবার নিজের পরিশেবা শুরু করে দিল। ৬৭ জন যাত্রী উড়ি সেক্টর থেকে আমন কামান সেতু থেকে পারাপার হন।

প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তানের মধ্যে হওয়া সমঝোতায় ২০০৫ সালের ৭ এপ্রিল শ্রীনগর থেকে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদ পর্যন্ত একটি বাস সেবা শুরু হয়।

এই বাস সেবাকেই কারবান-ই-আমান বলা হয়। এখনও দুটি দেশের সেনাদের মধ্যে উত্তেজনা কমেনি। কিন্তু দুই তরফের আধিকারিকরা নিজেদের মধ্যে সম্পর্ক বহাল রেখে বাস সেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। আধিকারিকরা বলেছেন, শ্রীনগর থেকে গোলাম কাশ্মীরের উদ্দেশ্যে জাওয়ার জন্য ৩৫ জন যাত্রী এলওসিতে থাকা আমন কামান সেতুতে পৌঁছেছিলেন। কাস্টম সম্মন্ধিত কাজ শেষ করার পর পায়ে হেঁটে পুলের ওপারে গোলাম কাশ্মীরের ওইপারে যান। পরে ওদিকে থাকা বাসে উঠে নিজেদের গন্তব্যের জন্য রওনা হন। অন্যদিকে গোলাম কাশ্মীর থেকে ৩২ জন লোক জম্মু-কাশ্মীরে প্রবেশ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি