বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে ৫০০ ও ১০০০ টাকা ব্যানের জের, শেয়ার বাজারে ব্যাপক পতন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

sensex-550x457
পূর্বাশা ডেস্ক:

পাঁচশো এবং হাজার টাকার নোট ব্যান করার প্রভাব পড়েছে শেয়ার বাজারের উপর। সেনসেক্সে বড় ধরনের ধ্বস লক্ষ্য করা গেছে। সেনসেক্স একবারে ১৫৮৫ পয়েন্ট পড়ে গেছে। এবং নিফটিতে ধ্বস দেখা গেছে ৫০০ পয়েন্টের। ডলারের মূল্য ২৩ পয়সা করে ৬৬.৮৫ টাকায় খুলেছে। ২০১৫ সালের আগস্ট মাসের পর এতবড় পতন শেয়ার বাজারে। মার্কেট বিশেষজ্ঞ অম্বরীশ বালিগা বলেছিলেন, বুধবারের বাজার শুরু হবে পতনের মাধ্যমে। বালিগার মতে, কালোটাকার উপর লাগাম টানার এই প্রক্রিয়াতে কন্জাম্পশন স্টোরির উপরও প্রভাব পড়বে।

অম্বরীশ বলেন, ভবিষ্যতের জন্য সরকারের এই পদক্ষেপ নিশ্চিতভাবে অর্থব্যবস্থার জন্য ভাল প্রমাণিত হবে। কিন্তু এই সিদ্ধান্তের প্রথম প্রতিক্রিয়া খুব একটা ভাল হবে না। এসবি আইয়ের মিউচুয়াল ফান্ডসের চিফ ইনভেস্টমেন্ট অফিসার নবনীত মুনোতের মতে, সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক। মুনোত আশা করেছেন, বাজার এই সিদ্ধান্তকে ভালভাবেই নেবে। এবং কম সময়ের এই পতনকে যথেষ্ট ভাল করে সামলে নেবে।

নবনীত মনে করেন, এই পতন আসার ফলে লগ্নিকারীরা শেয়ার বাজারে শেয়ার কিনতে পারবেন। ইউবিএস সিকিউরিটিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রিসার্চের হেড গৌতম ছৌছারিয়ার মতে, সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর শেয়ার বাজারে পতন দেখা যেতে পারে। তবে ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। আইআইএফএলের প্রমুখ নির্মল জৈনের মতে, কালো টাকার উপর লাগাম টানার জন্য সরকারের তরফ থেকে আসা এই সিদ্ধান্ত অত্যন্ত সাহসী সিদ্ধান্ত। বাজার সব সময় সংস্কারকে ইতিবাচক রূপেই নেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি