শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রংপুর-খুলনা ম্যাচ দেখতে হবে নতুন টিকিটে!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০১৬

bpl-ticket-sm20161110132007
ডেস্ক রিপোর্টঃ

গত শুক্রবার (০৪ নভেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল রংপুর রাইডার্স আর খুলনা টাইটানসের। তবে, বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। উদ্বোধনী দিনের দুটি ম্যাচ দেখার জন্য টিকিট কেটেছিলেন হাজার হাজার ক্রিকেটপ্রেমী। হতাশ হয়েই ম্যাচ না দেখে ফিরতে হয়েছিল তাদের।

নতুন করে বিপিএলের সূচি করা হলে এই ম্যাচটি (নতুন সূচিতে পঞ্চম ম্যাচ) রাখা হয় আজ (১০ নভেম্বর, বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায়। আজ একটিই মাত্র ম্যাচ হবে মিরপুরে। তাই এই খেলাটি দেখতে চাইলে নতুন করেই টিকিট কাটতে হবে দর্শকদের।

গত শুক্রবার অনেকেই এই ম্যাচটি দেখতে টিকিট কেটেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে খেলাটি অনুষ্ঠিত হতে না পারায়, সেই একই টিকিটেই আজ খেলা দেখার দাবি করেছেন অনেকেই। তবে, বিপিএলের আয়োজক কমিটির সিদ্ধান্ত, আগের টিকিটে মাঠে প্রবেশ করা যাবে না। খেলা দেখতে হলে নতুন করে টিকিট কাটতে হবে। আর এমন সিদ্ধান্তে সেদিনের হতাশ হওয়া দর্শকরা আজ অবাক হচ্ছেন।

অন্যান্য দেশের ঘরোয়া ক্রিকেটে কোনো কারণে নির্ধারিত দিনের খেলা অনুষ্ঠিত হতে না পারলে টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়, কিংবা একই টিকিটে নতুন করে অনুষ্ঠিত হওয়া ম্যাচে প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু এবারের বিপিএলে সে সুযোগ থাকছে না দর্শকদের!

নতুন সূচিতে পঞ্চম ম্যাচে মাঠে নামার আগে রংপুর এবং খুলনা নিজেদের ফেভারিট হিসেবেই দেখছে। গতকালের দুটি ম্যাচের জয়ী দল তারাই। গতকালের প্রথম ম্যাচে ড্যারেন স্যামি-মেহেদি হাসান মিরাজদের রাজশাহী কিংসকে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। আর দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের চিটাগংকে হারিয়েছে শহীদ আফ্রিদি, সৌম্য সরকারদের রংপুর।

রংপুর স্কোয়াড: আরাফাত সানি, বাবর আজম, লিয়াম ডসন, ইলিয়াস সানি, রিচার্ড গ্লিসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ শাহজাদ, মুক্তার আলী, নাঈম ইসলাম (অধিনায়ক), পিনাক ঘোষ, গিডরন পোপ, রুবেল হোসেন, রুপাসিংহে, সাচিত্রা সেনানায়েকে, শহীদ আফ্রিদি, শারজিল খান, সোহাগ গাজী, সৌম্য সরকার।

খুলনা টাইটানস স্কোয়াড: আবদুল মজিদ, অলক কাপালি, আরিফুল হক, কেভিন কুপার, আন্দ্রে ফ্লেচার, হাসানুজ্জামান, বেনি হাওয়েল, জুনায়েদ খান, বেন লাফলিন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ আসগর, মোশাররফ হোসেন, নাঈম ইসলাম জুনিয়র, নিকোলাস, শফিউল ইসলাম, লেন্ডল সিমন্স, রিকি ওয়েসেলস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি