শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারালো ব্রাজিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০১৬

8-neymarofbrazilrunswiththeballnexttoangeldimariaofargentinaduringtheir2018worldcupqualifyingsoccermatchinbuenosaires-1-550x344

ডেস্ক রিপোর্টঃ

চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ফুটবল পরাশক্তি যখন মুখোমুখি হয় তখন মনে রাখার মতো কিছুই উপহার দেয় ফুটবল রোমাঞ্চপিয়াসীদের।

প্রথমার্ধের শুরু থেকেই দুই দলই একের পর এক আক্রমণ করে গোল করার চেষ্টা করলেও প্রথমবার গোলের দেখা পায় ব্রাজিল। প্রথমার্ধের ২৫ মিনিটে ব্রাজিলের ফিলিপ কৌটিনহো ডান দিক থেকে আড়াআড়িভাবে নেয়া জোরাল শটে প্রথমবারের মত বল জালে জড়ান।

এরপর আর্জেন্টিনার আক্রমন ভাগ গোল শোধ করার আমরণ চেষ্টা করলেও গোল শোধ করতে ব্যার্থ হন। প্রথমার্ধের শেষ দিকে নির্ধারিত সময়ের শেষ মিনিটে উল্টো আরেকটি গোল হজম করতে হয় মেসি আগুয়েরোদের। প্রথমার্ধ পর্যন্ত তাই ব্রাজিল দুই শুন্য গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আবার আর্জেন্টিার জালে আরেকটি গোল জড়ান পোলিনহো। মেসি, হিগুয়েনরা অনেক চেষ্টা করেও কাঙ্খিত সেই গোলের দেখা পেলনা।

প্রথমার্ধের প্রথম ১০-১৫ মিনিট ছাড়া আর্জেন্টিনা তেমন ছন্দে ছিল না। গোল তো দুরের কথা গোল করার ভাল কোন সুযোগও তারা তৈরী করতে ব্যার্থ। এই হারে ২০১৮ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহন আর্জেন্টিনার জন্য আরও কঠিণ হয়ে গেল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি