মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পরিবেশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে ইটভাটার প্রস্তুতি


পরিবেশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে ইটভাটার প্রস্তুতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

257546_1

ডেস্ক রিপোর্টঃ

পরিবেশের ভারসাম্য রক্ষার দিকে গুরুত্ব না দিয়ে প্রচলিত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ময়মনসিংহ জেলায় পুরনো পদ্ধতিতে এবং অনুমোদনহীনভাবে ইট পুড়ানোর প্রস্তুতি চলছে ইটগুলোতে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট ইটভাটার সংখ্যা ২৪১টি। তন্মধ্যে ময়মনসিংহ সদর উপজেলায় ৩৮টি, মুক্তাগাছায় ১৬টি, ফুলবাড়িয়ায় ১৭টি, ত্রিশালে ৪৪টি, হালুয়াঘাটে ১৩টি, ফুলপুরে ১৮টি, গৌরীপুরে ১১টি, ঈশ্বরগঞ্জে ১২টি, নান্দাইলে ২১টি গফরগাঁওয়ে ৩৬টি এবং ভালুকায় ১৫টি।

এর মধ্যে অনুমোদনহীনভাবে স্থাপন করা হয়েছে ৭০টি ইটভাটা।

সূত্র মতে, পুরনো পদ্ধতির ড্রাম চিমনির ইটভাটা ১৪টি। ফিট ফিক্সড চিমনি ১২০টি। মাত্র ৯০টি ঝিকঝাক আধুনিক চিমনির ইটভাটা রয়েছে।

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ অফিস সূত্রে জানা যায়, সনাতনী পদ্ধতির ১৩৭টি ইটভাটা কর্তৃপক্ষকে আধুনিকায়নের জন্য নোটিস দেয়া হয়েছে।

বিগত সময়ে ওই ইটভাটাগুলোর মধ্যে যেসব ভাটা কর্তৃপক্ষের ছাড়পত্র ছিল, তাদের আধুনিকায়নের শর্তে ১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় সাপেক্ষে ক্ষতিপূরণ পরিশোধপূর্বক ভাটা আধুনিকায়নের লক্ষে সময় প্রদান করা হয়।

এদিকে জেলায় ৭০টি ইটভাটা কর্তৃপক্ষ কোন রকম অনুমতি না নিয়েই পরিচালনা করছে। অভিযোগ রয়েছে , মুক্তাগাছা ও ফুলবাড়িয়ার বনাঞ্চল সংলগ্ন স্থানে অসংখ্য ইটভাটা স্থাপনের মাধ্যমে বনের কচি গাছ পুড়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে। গত বছর পর্যন্ত এগুলোতে কাঠ পুড়ানো হয়েছে। কয়লায় উৎপাদন খরচ বেশি হওয়ায় লাভের আশায় ভাটায় কাঠ পোড়াচ্ছেন বলে মালিকদের দাবি।

ইটভাটায় ব্যবহৃত কাঠ নির্বিচারে কাটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি এবং ফসলিজমিতে ভাটা স্থাপনের কারণে জমি ও মাটি উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পুরনো পদ্ধতির ইটভাটা কর্তৃপক্ষকে ঝিকঝাকে রূপান্তরের জন্য নোটিস দেয়া হয়েছে।

বন বিভাগ জানায়, কাঠ পোড়ানোর ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহের উপ- পরিচালক জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। ফসলি জমিতে অসংখ্য ইটভাটা স্থাপনের বিষয়ে তিনি জানান, উপজেলা কৃষি অফিস ছাড়পত্র দেয়ার পরিপ্রেক্ষিতে অনুমোদন দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি