রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বেশি দিন টিকবেন না ট্রাম্প : মার্কিন ইতিহাসবিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

trump20161112161911

ডেস্ক রিপোর্টঃ

ভোটে জিতে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেশিদিন টিকবেন না তিনি। নব-নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে এমন মন্তব্য করেছেন মার্কিন ইতিহাসবিদ অধ্যাপক অ্যালান লিটম্যান।

তার মতে, ‘নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত, একথা আগেই বলেছিলাম। তবে ক্ষমতায় এলেও বেশিদিন টিকবেন না তিনি। কারণ ট্রাম্পকে প্রেসিডেন্ট করা নিয়ে রিপাবলিকানদের মধ্যেই মতভেদ রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে একজন রক্ষণশীল, নিয়ন্ত্রণযোগ্য লোকই পছন্দ তাদের। সেক্ষেত্রে ট্রাম্প একেবারেই বেমানান। ওকে নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত কিছুদিনের মধ্যেই রিপাবলিকানদের সেই সুযোগ করে দেবেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু করে বসবেন। ফলে রাজদ্রোহের অভিযোগ তুলে তাকে সরিয়ে দিতে পারবেন রিপাবলিকানরা।’

নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তার সমর্থকের সংখ্যাও ট্রাম্পের চেয়ে বেশি ছিল। আর এসব কারণে হিলারি জয়ী হবেন এমনটাই নিশ্চিত ছিল সবাই।

সেসময় ট্রাম্পের জয় নিশ্চিত বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন অধ্যাপক অ্যালান লিটম্যান। হয়েছেও তাই। কিন্তু ট্রাম্প জেতার পর থেকেই পুরো দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। অধ্যাপক লিটম্যান ছাড়াও ইউনিভার্সিটি অফ উটাহের আইন বিভাগের অধ্যাপক লুইস পিটারসন জানিয়েছেন ট্রাম্পকে সরিয়ে দেওয়া যেতে পারে।

এখনও পর্যন্ত কোনও মার্কিন প্রেসিডেন্টকে দেশদ্রোহের দায়ে সাজা কাটতে হয়নি বা ক্ষমতা থেকে সরে যেতে হয়নি। সাবেক দুই প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও মার্কিন সিনেটে রেহাই পেয়ে যান তারা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইস্তফা দিয়েছিলেন রিচার্ড নিক্সন। ট্রাম্প কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন সেটাই এখন দেখার অপেক্ষা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি