রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্ক জুকারবার্গকে ‘মৃত’ দেখালো ফেসবুক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

mark-fb20161112114657

আন্তর্জাতিক ডেস্ক:

অস্বাভাবিক এক ভুলের কারণে ফেসবুকের রিমেম্বারিং সেবা বহু মানুষকে মৃত দেখিয়ে স্মরণ করেছে। মৃত হিসেবে চিহ্নিত করা মানুষদের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও রয়েছেন। খবর বিবিসির।

শুক্রবার বেশ কিছু সময়ের জন্য দেখা যায়, বিভিন্ন মানুষের প্রোফাইলের উপর একটি লেবেল সাঁটা রয়েছে। সেখানে বলা হয়েছে, মৃত এই মানুষটিকে স্মরণ করছে ফেসবুক।

পরে ব্যবহারকারীরা তাদের বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনকে নিশ্চিত করার জন্য নতুন করে স্ট্যাটাস লিখে জানিয়েছেন যে, তারা বেঁচে আছেন। ভুলবশত তাদের মৃত দেখিয়েছে ফেসবুক।

তবে এই ঘটনাকে মারাত্মক ভুল হিসেবে স্বীকার করে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ভুল শোধরানো হয়েছে। এমন একটি ঘটনা ঘটার জন্য আমরা দুঃখিত।’

অবশ্য এই ঘটনার একটি মজার দিকও খুঁজে বের করছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে দ্য ভার্জ নামের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, ফেসবুক যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সপ্তাহটির ইতি টানল সবাইকে এই বলে যে, তারা মারা গেছে।

বেশ কিছু ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের মৃত আত্মীয়দের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার সুযোগ চাইলে গত বছর ফেসবুক কর্তৃপক্ষ এই মেমোরিয়াল সেবাটি চালু করে।

এই সেবাটি ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী আগাম ঠিক করে যেতে পারেন যে, তার মৃত্যুর পর ফেসবুক পাতাটিকে স্মারক হিসেবে বন্ধুদের জন্য রেখে যাবেন নাকি ফেসবুক কর্তৃপক্ষ তার পাতাটিকে মুছে দেবে। আর এই সেবার মাধ্যমে মৃত ব্যক্তিকে ফেসবুকের পাতায় স্মরণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি