শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সন্ধ্যায় রংপুরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

dhaka-rangpur-20161112121402
স্পোর্টস ডেস্ক:
বিপিএলের চতুর্থ আসরের প্রথম দুই ম্যাচে বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সৌম্য-আফ্রিদিদের রংপুর রাইডার্সের বিপক্ষে আজ মাঠে নামবে টেবিলের দুইয়ে থাকা সাকিব-নাসিরদের ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

শহীদ আফ্রিদি, আরাফাত সানি, সোহাগ গাজী, নাইম ইসলাম, ইলিয়াস সানি, এক কথায় যেন স্পিন বাণে প্রতিপক্ষকে ঘায়েল করার অঙ্গীকার নিয়েই দল সাজিয়েছে রংপুর রাইডার্স। আর তাদের সে পরিকল্পনা এখন পর্যন্ত একশ`তে একশ`ই পাবে তারা।

আগের ম্যাচে খুলনা টাইটানস যে বিপিএলের সর্বনিম্ন ৪৪ রানে অলআউট হলো, সেখানেও তো আততায়ীর ভূমিকায় ঐ স্পিনাররাই। এমন স্পিন অ্যাটাক আর পরপর ২ ম্যাচেই ৯ উইকেটের জয়ে শুধু পয়েন্ট টেবিলের হাসিই নয়, আত্মবিশ্বাসে টইটম্বুর রাইডার্স শিবির।

এদিকে প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচ রাজশাহীর বিপক্ষে হেরে যায় তারকাবহুল ঢাকা ডায়নামাইটস। তবে এ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে সাকিব-নাসিররা।

ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ:
মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন, মোহাম্মদ শহীদ, আবু জায়েদ, ড্যারেন ব্র্যাভো, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন।

রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ :
সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, নাঈম ইসলাম (অধিনায়ক), মুক্তার আলি, রুবেল হোসেন, আরাফাত সানি, শহিদ আফ্রিদি, রিচার্ড গ্লেসন, মোহাম্মদ শাহজাদ, সোহাগ গাজী, লিয়াম ডসন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি