শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাউথ আফ্রিকা অলআউট করল অস্ট্রেলিয়াকে ৮৫ রানে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

aus_sa-550x330

পূর্বাশা স্পোর্টস ডেস্ক :
সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ১৭৭ রানের বড় ব্যবধানে হারের পর এবার একশ রানেরও কমে আউট হয়ে নতুন লজ্জায় পন্টিং-হেডেন-গিলক্রিস্টদের উত্তরসূরিরা।

গত কয়েক বছর ধরে এমন অপমানজনক ধসে যেন অভ্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ২০১১ সালে কেপটাউনে এই সাউথ আফ্রিকার বিপক্ষেই ৪৭ রানে গুড়িয়ে গিয়েছিল তারা। গত বছর নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছিল ৬০ রানে। আর এবার ঘরের মাঠ হোবার্টে ৮৫ রানে।

হোবার্টের এ ম্যাচে মাত্র ৩২ দশমিক ৫ ওভারে অলআউট হয় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে আরো একবার একশ’র নিচে আউট হলো তারা। এর আগে ঘরের ১৯৮৪ সালে ৭৬ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হয়েছিল অজিরা। আর ১৯৫১ সালে ক্যারিবীয়দের কাছেই ৮২ রানে ধসেছিল তারা।

এছাড়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে ৯৮ রানে, ইংল্যান্ডের কাছে ১৯৩৬ সালে ৮০ রানে, একই বছর ইংলিশদের কাছে ৫৮ রানে, ১৯২৮ সালে ইংল্যান্ডের কাছেই ৬৬ রানে ও ১৯৮১ সালে ভারতের বিপক্ষে ৮৩ রানে অলআউট হয় তারা।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক স্টিভ স্মিথ। ১০ রান করেন জোস মেনিই। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

সাউথ আফ্রিকার হয়ে ভারলন ফিল্যান্ডার ২১ রানে ৫টি, কাইল অ্যাবট ৩টি ও কাসিগো বারাদা একটি উইকেট নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি