রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে বাগরাম বিমানঘাঁটিতে বিস্ফোরণ, ৪ আমেরিকানের প্রানহানি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

15058679_559449680917492_915350123_n
পূর্বাশা ডেস্ক :

শনিবার সকালে আফগানি¯তানের বৃহত্তম মার্কিন ঘাঁটি বাগরামে একটি আত্মঘাতী বোমা হামলায় ৪ জন আমেরিকান প্রান হারায় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার। নিহতদের মধ্যে দুজন ছিলেন সেবাপ্রদানকারী এবং দুই জন ছিলেন ঠিকাদার।

নাটো মিশনের এক সৈনিক মি: কার্টার শনিবার বিকালে এক বিবৃতিতে বলেন, ‘বিস্ফোরনে ১৬ জন আমেরিকান সেবাপ্রদানকারী এবং একজন পোলিশ সৈনিক আহত হন।’

তালেবান এই হামলার প্রশংসা জানিয়ে হামলার দ্বায় স্বীকার করেছে। বিবৃতিতে তালেবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ বলেন যে তাদের আত্মঘাতী বোমারু বিমান আগে থেকেই এই খেলার মাঠটিকে লক্ষ্য করে ছিল যেখানে ১০০ টিরও বেশি সামরিক কর্মকর্তা, গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং সৈন্য সবাই চর্চা নিয়েই ব্য¯ত ছিল। তিনি আরও বলেন যে তারা ৪ মাস ধরে এই হামলার পরিকল্পনা করছিলো।

ন্যাটোর একটি জোট কর্মকর্তা বলেন যে আত্মহত্যাকারী গেঞ্জিতে করে এই বোমা মাঠে নিয়ে যায় এবং বিস্ফোরণ ঘটায়।

কার্টার নিহত পরিবারের সদস্যদের জন্যে তার সমবেদনা ব্যক্ত করেন এবং জানান যে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোত্তম যতœ দেওয়া হবে।

‘সামরিক সুরক্ষা সবসময় আমদের জন্যে আফগানি¯তানে একটি শীর্ষ অগ্রাধিকার এবং এই ট্র্যাজেডির তদšত হবে। এরকম ভবিষ্যৎ হামলা এড়াতে আমরা যথাযত ব্যবস্থা নিচ্ছি। যারা এই হামলা চালিয়েছে, তাদের জন্যে আমার বার্তা খুবই সহজ। আমরা আমাদের স্বদেশ রক্ষায় এবং আফগানি¯তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার পরিকল্পনা চালিয়ে যাব এবং এরকম হামলা আমাদের লক্ষ্য থেকে বিচলিত করতে পারবে না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি