সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জলবায়ু সম্মেলনে প্রশংসা পেল বাংলাদেশের উদ্যোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

25112012013227pm2009_12_15_pollution-550x294

ডেস্ক রিপোর্টঃ

মরক্কোর মারাক্কাশে কপ-২২ (২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন)-তে বৈশ্বিক উষ্ণায়ন রোধে প্রশংসিত হয়েছে বাংলাদেশের উদ্যোগ। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। এরপরেও বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে নেওয়া বাংলাদেশের উদ্যোগ অন্য দেশের জন্য অনুকরণীয় হতে পারে। জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে বাংলাদেশ ও জার্মান উন্নয়ন সংস্থার  যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশের এ অবস্থান ব্যাপক প্রশংসা পায়। আলোচনায় বাংলাদেশ ছাড়াও মেক্সিকো, নামিবিয়া ও ভিয়েতনাম স্ব স্ব দেশের কার্বন কমানোর পরিকল্পনা তুলে ধরে।

গত শনিবার অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বাংলাদেশের পক্ষে পরিকল্পনা তুলে ধরেন পরিবেশ অধিদফতরের পরিচালক মির্জা শওকত আলী। তিনি বলেন, বাংলাদেশ বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী নয়। এ দেশকে মাথাপিছু দশমিক ৩৫ শতাংশ কার্বন নিঃসরণ করে। যা বৈশ্বিক উষ্ণতায় কোনো ভূমিকা রাখে না। তা সত্ত্বেও বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে তিনটি খাতে ৫ শতাংশ কার্বন কমানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বিদ্যুৎ, পরিবহন ও শিল্পখাতে কার্বন কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ পরিকল্পনা গ্রহণ করেই বসে থাকেনি। তা বাস্তবায়নে রোডম্যাপও তৈরি করেছে। যা খসড়া পর্যায়ে রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে সবগুলো খাতের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন দেখভাল করার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এই কমিটির সদস্য থাকবে। এছাড়া প্রতিটি খাতে আলাদা আলাদা ওয়ার্কিংগ্রুপ কাজ করবে। যার নেতৃত্বে থাকবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।

আলোচনায় মেক্সিকোর পক্ষ থেকে বলা হয়, জলবায়ুর পরিবর্তন রোধে মেক্সিকো অভিযোজন ও প্রশমন দুই বিষয়েই কাজ করছে। এক্ষেত্রে সুশীল সমাজ ও বেসরকারি খাত সরকারকে সহায়তা করছে।

ভিয়েতনাম জানিয়েছে, কার্বন নির্গমণের ব্যাপারে তাদের কোনো অ্যাকশন প্ল্যান নেই। কিন্তু তারা ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করছে। ভিয়েতনাম এমনিতেই একটি জ্বালানিদক্ষ দেশ। ফলে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরন নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে বলে জানিয়েছে দেশটি।

নামিবিয়ার ভাষ্য, বৈশ্বিক উষ্ণায়নের বিষয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। ইতোমধ্যে কম কার্বন নিঃসরণের জন্য গণপরিবন ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতেও কম কার্বন নিঃসরণকারী যানবাহনকে উৎসাহিত করা হয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে দক্ষতা ও অর্থায়ন নিয়েই চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটি।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, কার্বন নির্গমন ও গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা উদ্বিগ্ন। কার্বন আমাদের নানা সমস্যার সৃষ্টি করছে। এটা কমাতে হলে ক্যাপ পড়াতে হবে। কোন দেশ কিভাবে ক্যাপ পড়াবে তা এখনই ঠিক করতে হবে। কারণ পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। এতে ঝুঁকিপূর্ণ দেশগুলো বেশি ভুগছে। শুধু অভিযোজন করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্ভব নয়। ফলে উন্নত দেশগুলোতে কার্বন কমানোর প্রতি জোর দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশ হলেও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিরোধ দক্ষতা বাড়ছে। নিজস্ব উদ্যোগেই বাংলাদেশ এ পর্যন্ত ৪০০ মিলিয়ন ডলার খরচ করেছে।

ড. কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, আমরাও কার্বন নির্গমন কমাতে চাই। তবে সকল দেশকেই এটা কমাতে হবে। কার্বন কমাতে গিয়ে উন্নয়ন কাজ ব্যাহত করতে পারব না। বাংলাদেশ একটি উদীয়মান দেশ। গত এক দশক ধরে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। এ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা মনে করি। ফলে এই অর্জনকে আমরা ব্যাহত করতে পারব না। উন্নয়ন করতে হলে আমাদের বিদ্যুৎ লাগবে। আমরা এখন গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পরিণত করছি। এ ক্ষেত্রে যাতে কার্বন নির্গমণ না বাড়ে সে ব্যাপারে আমরা বেশ সতর্ক। ইতিমধ্যে আমাদের দেশে ৫ মিলিয়ন (৫০ লাখ) সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। দেশের গরীব মানুষ এই সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ পেয়ে খুব খুশি। তবে আমরা গ্রিডভিত্তিক সোলার বিদ্যুতে যেতে পারবো না। কারণ আমাদের খুব বেশি পরিত্যক্ত জমি নেই। এসব সত্ত্বেও আমরা নিজস্ব উদ্যোগে কার্বন কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে বদ্ধপরিকর। বর্তমানে বিশ্বের সবগুলো দেশ কার্বন কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করলেও বৈশ্বিক উষ্ণতা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। তাই বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় পর্যায়ে রাখতে হলে তথা পৃথিবীকে রক্ষা করতে হলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর কার্বন নির্গমণ কমানোর ক্ষেত্রে অবদান আরও বাড়াতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি