মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মৃত্যুর আগেও সেই নারী বললেন আগুন জিনেই দিয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১১.২০১৬

257898_1
পূর্বাশা ডেস্কঃ

‘ভাই বদ জিনে আমার শরীরে আগুন দিছে। আমার মুখে হাত দিয়া দেখেন খুব কষ্ট হইতাছে। জিন এখনো আমার লগে আছে। আমার খুব কষ্ট হইতাছে ভাই। ভাই আমার জানডা লয়া লন, জিন এখনো আছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে মৃত্যুর আগে এভাবেই প্রলাপ বকছিলেন শামীমা। কর্তব্যরত চিকিৎসকও যেন কর্তব্যবিমূঢ়। এমন ঘটনার অভিজ্ঞতা নেই তাদের।

রোববার সকালে শামীমা আক্তার রুনা (৪০) নামে এই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে কীভাবে তার শরীরে আগুন লেগেছে সে বিষয়টি স্পষ্ট নয়।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ ওই নারীকে গুরুতর অবস্থায় শনিবার সকালে হাসপাতালে নিয়ে আসেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুর আগে তিনি বলেন, ‘তার খুব কষ্ট হচ্ছে। বদ জিনে তাকে আছর করেছে।’

তিনি জানান, রাজধানীর ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় থাকতেন তিনি। সেখানে তিনি বাসা বাড়িতে ঝিয়ের কাজ করতেন। সে সময় তিনি জিনের আছরে পড়েন। এরপর তিনি গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে চলে যান।

এই নারী বলেন, জিনে তার শরীরে আগুন দিয়ে পালিয়ে যায়।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, দগ্ধ অবস্থায় ওই নারী চিৎকার করতে করতে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সামনে যান। গতকাল শনিবার সকালে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি