রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিউজিল্যান্ড শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

082422new_zealand-550x331
পূর্বাশা ডেস্ক :

কয়েক ঘণ্টার ব্যবধানে নিউজিল্যান্ডে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এবারের ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। স্থানীয় সময় আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৪ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল কাইকৌরায় থেকে ৩৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর আগে স্থানীয় সময় রবিবার (১৩ নভেম্বর) রাত ১১টা ২ মিনিটে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে সেই সঙ্গে ভেঙে গেছে বেশ কিছু বসতবাড়ির দেয়াল।

এ ছাড়া ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে দেশটির উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

এদিকে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আরো বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে দেশটিতে যা আগেরগুলোর তুলনায় বিপজ্জনক হতে পারে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি