শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কয়েন দিয়েই বিল পরিশোধ বড় নোটে না


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

coin3-550x326
পূর্বাশা ডেস্ক :

ছোট নোটের আকাল চলছে ভারতে। মঙ্গলবার মধ্যরাত থেকে দেশটিতে ৫০০ ও হাজার রুপির নোট বাতিল করা হয়েছে। এরপর থেকে অর্থনৈতিক কার্যক্রম কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। এজন্য চলছে মোদি সরকারের আলোচনা-সমালোচনা। ৫০০ ও হাজার রুপির নোট বাদে অন্য ছোট নোট বা কয়েন দিলে আইনত সবাই নিতে বাধ্য। এ আইনেরই সদ্ব্যবহার করলেন এক রোগীর স্বজনরা। ৫০০ ও হাজার রুপির নোট নিতে হাসপাতাল কর্তৃপক্ষ রাজি না হওয়ায় রোগীর স্বজনরা ৪০ হাজার কয়েন দিয়েই বিল পরিশোধ করেছে।

ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে কলকাতার বিপি পোদ্দার হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছিলেন সুকান্ত। ছেলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে প্রয়োজন ছিল ৪০ হাজার রুপির। বড় নোট ছাড়া এতো অর্থ জোগাড় করাও বেশ কঠিন। হাসপাতাল কর্তৃপক্ষ বড় নোট নিতে অস্বীকৃতি জানানোয় সুকান্ত বিপাকে পড়েন। ক্রেডিট কার্ডও ছিল না তার। চেক নিতেও নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপরই তার মাথায় আসলো অভিনব এক আইডিয়া। তিনি স্যোশাল মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপের মাধ্যমে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছে কয়েন দেওয়ার অনুরোধ জানান। এতেই কেল্লা ফতে। যে যার সাধ্য অনুযায়ী কয়েন দিতে শুরু করছেন সকান্তকে। সব মিলিয়ে হাসপাতালের বিল মেটানোর জন্য প্রয়োজন ৪০ হাজার রুপির কয়েন চলে আসলো। সেই কয়েন নিয়ে সুকান্ত সোজা চলে গেলেন হাসপাতালে। একসঙ্গে এত কয়েন দেখে চক্ষু চড়ক গাছ হাসপাতাল কর্তৃপক্ষের।

প্রথমে তারা এত কয়েন নিতে অস্বীকৃতি জানায়। এরপর দমে যাননি সুকান্ত। কয়েন না নিলে তিনি পুলিশে অভিযোগ করবেন বলে হুমকি দেয় হাসপাতাল কর্তৃপক্ষকে। যেহেতু আইনে আছে তাই খানিকটা বাধ্য হয়েই ৪০ হাজার রুপির কয়েন নিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

সুকান্ত টাকা দিয়েই খালাস। এটা গুনে নিতে ৬ হাসপাতাল কর্মীর তিন ঘণ্টা সময় লেগেছে। এ নিয়ে সুকান্তের ভাই স্নেহাশিষ বলেন, ‘আমরা বারবার ৫০০ ও হাজার রুপির পুরনো নোট বা চেক নেওয়ার অনুরোধ করেছিলাম। তবে তারা রাজি হয়নি। তাই বাধ্য হয়েই কয়েন সংগ্রহ করতে হয়েছে বিল পরিশোধের জন্য। কারণ আমরা জানতাম বড় বড় নোট জোগাড়ের চেয়ে কয়েন জোগাড় করা সহজ হবে। প্রথমে নিতে রাজি না হলেও আইনগত বাধ্য-বাধকতা থাকায় তারা নিতে বাধ্য হয়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি