সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুসলিম প্রশ্নে সমর্থকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

258224_1

ডেস্ক রিপোর্টঃ

আমেরিকায় মুসলিমদের ‘নিষিদ্ধ’ করে দেয়া হবে বলে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পl কিন্তু, হোয়াইট হাউজ দখলের পর নিজের ওয়েবসাইট থেকেই ‘মুসসিম ব্যান’ শব্দটি সরিয়ে দেন ট্রাম্প। আর এবার সমর্থকদের উদ্দেশেও কড়া বার্তা দিলেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে মার্কিন মুলুকে মুসলিমদের হেনস্থা করার চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, আমেরিকায় বসবাসকারী মুসলিমরা ভয়ে রয়েছেন বলেও সোস্যাল সাইটে তুমুল জল্পনা শুরু হয়। ধর্মের তাস খেলে, ক্ষমতা দখল করলেও, জয়ের পর যে তিনি সবার প্রেসিডেন্ট, সে কথা প্রমাণ করতে এবার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প।

বিরোধীরা যাতে কোনোভাবেই বর্ণবিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী না বলতে পারে, তার জন্য এবার নিজে সক্রিয় হলেন ডোনাল্ড ট্রাম্প। এবং, সমর্থকদের উদ্দেশে কড়া বার্তা দেন, তারা যাতে কোনোভাবেই মার্কিন মুলুকে বসবাসকারী সংখ্যালঘুদের উত্যক্ত না করেন।

তিনি বলেন, ’মার্কিন মুলুকে বসবাসকারী মুসলিম এবং বেশ কিছু সংখ্যালঘু মানুষকে উত্যক্ত করা হয়েছে বলে শোনা যাচ্ছে।এর জন্য আমি দুঃখিত। সমর্থকদের বলছি, এগুলি বন্ধ করুন।’

তবে, এর পাশপাশি তিনি আরো দাবি করেন, সংখ্যালঘুদের যে উত্যক্ত করা হচ্ছে, তার দু’ একটি ঘটনার কথা কানে এসেছে। কিন্তু, যা-ই হোক না কেন, এগুলো বন্ধ হওয়া উচিত। কারণ, সবাইকে একসঙ্গে নিয়ে আমেরিকাকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার ডাকও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি