শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বর্ণের দাম কমানোর জন্য আন্তর্জাতিক বাজার সমন্বয় চেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

gold-550x367
পূর্বাশা ডেস্ক :
আজ (১৪ নভেম্বর) থেকে স্বর্ণের দাম প্রতি ভরিতে ১৫শ’ ১৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এছাড়া প্রতি সপ্তাহে অন্তত একবার আন্তর্জাতিক বাজারের সাথে দেশের বাজারের স্বর্ণের দাম তুলনামূলক তদারকি করা হবে এবং তদারকির আলোকে নতুন মূল্য নির্ধারণের কথাও জানিয়েছেন সমিতির সংশ্লিষ্টরা।

বাংলাদেশে দীর্ঘদিনের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের ভেতরে স্বর্ণের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। এই অভিযোগের প্রেক্ষিতে ক্রেতাদের আশ্বস্ত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারবোয়াল।

তিনি বলেন, ক্রোতারা যাতে প্রতারিত না হয় সেই লক্ষ্যে প্রতি সপ্তাহের আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে কোর কমেটি মিটিংয়ের মাধ্যমে স্বর্ণের দাম নির্দিষ্ট করা হবে। এই সিদ্ধান্তের প্রাথমিক পদক্ষেপ হিসেবে স্বর্ণের দাম প্রতি ভারিতে ১৫শ’ টাকারও বেশি কমানো হচ্ছে।

তিনি বলেন, ক্রেতাদের সুবিধার্থে এবং আন্তর্জাতিক বাজারের স্বর্ণের বাজারের মূল্য নির্ধারণ পদ্ধতিকে অনুসরন করে জুয়েলার্স সমিতির কার্যক্রমকে আন্তর্জাতিক মানের করার চেষ্টা করা হচ্ছে। ক্রমেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে এগোচ্ছে। এতে নতুন নতুন ক্রেতা তৈরি হচ্ছে। ফলে আন্তর্জাতিক ও দেশের বাজারের স্বর্ণের দাম নির্ধারণ করে ক্রেতাদের আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি