শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছিনতাইকারীর চড় খেলো শ্রমিক ১০০ রুপির নোট না থাকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

robber-slaps-an-indian-man-550x367
পূর্বাশা ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তায় ৫ শ’ ও ১ হাজার রুপির নোট বাতিল ঘোষণা করেন। তবে এর মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে অদ্ভুত সব খবর আসতে শুরু করেছে। বৃহস্পতিবার এমনই এক অদ্ভুত খবর পাওয়া যায় ভারতের বৃহত্তম নইদায়।

এক বৃদ্ধা টোকাই ১ রুপির নোট সম্বলিত একটি ব্যাগে মোড়ানো মোট ৫২ হাজার রুপি কুঁড়িয়ে পান। তিনি তা রেখে দিতে চাইলেও তার উপর নজরদারি ছিল তা বুঝতে পেরে পরক্ষণেই পুলিশকে অবহিত করেন। কিন্তু এর চেয়েও চমকপ্রদ ঘটনা ঘটেছে গত সপ্তায়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মোটরবাইকে আসা একদল ছিনতাইকারী বিকাশ কুমার নামের এক নির্মাণ শ্রমিকের কাছ থেকে ১৫০০ রুপি ছিনতাই করে নিয়ে যায় কিন্তু যখন দেখে সব ৫০০ রুপির নোট পরক্ষণেই তা ফেরত দিয়ে যায় ছিনতাইকারী দল। শুধু তা ফেরতই দেয়নি ১০০ রুপির নোট না থাকায় ওই শ্রমিককে চড় দেয় তারা।

বিকাশ কুমার বলেন, আমি রাত ১১ টার সময় বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় হাটছিলাম এমন সময় দুই জন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে আমার মানিব্যাগটি নিয়ে চলে যায় কিন্তু একটু পরেই ফিরে এসে তারা ব্যাগটি আমার দিকে ছুঁড়ে মারে এবং আমাকে চড় দিয়ে বলে আমি যেন পরবর্তীতে ১০০ রুপির নোট সঙ্গে রাখি।

৫০০ এবং ১ হাজার রুপির নোট অকার্যকরে দুর্নীতি বন্ধ হতে পারে আবার নাও হতে পারে তবে বিকাশ কুমারকে যে ছিনতাইয়ের হাত থেকে বাচিঁয়েছে তা বলাই যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি