রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাজ্য অস্ত্র বিক্রি স্থগিত করবে না সৌদির কাছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

saudi-550x309
পূর্বাশা ডেস্ক :

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহবান প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ সরকার। দেশটির পার্লামেন্টের দু’টি কমিটি সম্প্রতি এক যৌথ প্রতিবেদনে সৌদি সরকারের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহবান জানিয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ ইয়েমেনে সৌদি হামলা শুরু হওয়ার পর ব্রিটেন রিয়াদে ৩৩০ কোটি পাউন্ডের অস্ত্র বিক্রির চুক্তি করে। ব্রিটিশ সংসদ সদস্যদের যৌথ প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়েমেনে সৌদি হামলার ওপর জাতিসংঘের তদন্তের আগ পর্যন্ত লন্ডনের উচিত সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত রাখা।

প্রভাবশালী গণমাধ্যম ডেইলি ইন্ডিপেন্ডেন্ট সূত্রে জানা যায়, ব্রিটিশ সরকার অস্ত্র বিক্রি বন্ধ স্থগিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিট্রেন বলছে তাদের থেকে কেনা অস্ত্রের সব শর্ত পূরণ করেছে সৌদি আরব। রিয়াদ যতক্ষণ ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের শর্ত মেনে অস্ত্র ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি