সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জিকা নিয়ে জরুরি অবস্থা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

1479530517
পূর্বাশা ডেস্ক:
জিকা ভাইরাস সংক্রান্ত আন্তর্জাতিক জরুরি অবস্থা উঠিয়ে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবশ্য রোগটি এখনো রয়ে গেছে বলে জানিয়েছে সংস্থাটি ।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নয় মাস স্থায়ী হুঁশিয়ারি বন্ধ করলেও মশাবাহিত এই রোগকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং স্থায়ী প্রভাব বিস্তারকারী হুমকি বলেই বর্ণনা করছে সংস্থাটি।
জিকা ভাইরাস যখন বিশেষ করে আমেরিকা মহাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল তখন এটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয় জরুরি অবস্থার পর্যায়ে পরে বলে উল্লেখ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
পরিস্থিতির উন্নতি হওয়ায় নয়মাস পর সেই আন্তর্জাতিক জরুরি অবস্থা উঠিয়ে নেবার ঘোষণা দিল ডব্লিউএইচও। এই ভাইরাস সবচেয়ে বড় উদ্বেগ হয়ে এসেছিল নবজাতকদের জন্যে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড্যানিয়েল ইপস্টেইন বলছেন, ‘এখনো অন্তত ৭৫টি দেশে এটি আবারো মহামারী আকারে ছড়িয়ে পরতে পারে- যদি না সেখানে মশা নিধনে যথাযথ ব্যবস্থা নেয়া হয়। সেই সঙ্গে জিকা ভাইরাস প্রতিরোধের কর্মসূচিগুলোও অব্যাহত রাখা উচিত বলে তিনি মনে করেন।
ল্যাটিন আমেরিকা, ক্যারিবীয় এলাকা এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন জিকা সংক্রমণ রোধে দীর্ঘস্থায়ী পন্থা খুঁজে বের করার চেষ্টা করছে।
বিজ্ঞানীরা বলছেন, গর্ভবতী মা জিকা ভাইরাসে আক্রান্ত হলে তার অনাগত শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে, মস্তিষ্কের গঠন থাকতে পারে অসম্পূর্ণ। অন্তত ৩০টি দেশে এমন ত্রুটি সম্পন্ন শিশুর অস্তিত্ব পাওয়া গেছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি