মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইন্দিরা গান্ধীকে ‘ফ্যাসিবাদী’ বলেছিলে‌‌ন স্বামী ফিরোজ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

171793_192

পূর্বাশা ডেস্ক:

‘‌ইন্দিরা গান্ধীকে ফ্যাসিবাদী বলে উল্লেখ করেছিলেন ফিরোজ গান্ধী!’‌‌ দাবি সুইডেনের সাংবাদিক বার্তিল ফাল্ক–এর। ইন্দিরা গান্ধীর ৯৯তম জন্মবার্ষিকীতে ‘‌ফিরোজ:‌ দ্য ফরগটেন গান্ধী’‌ নামে তার লেখা একটি বই প্রকাশিত হয়েছে। তাতেই এমন মন্তব্য করেছেন।
১৯৫৯ সালে ৩৫৬ ধারা প্রয়োগ করে কেরলে নির্বাচিত বাম সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে জওহরলাল নেহরু সরকার। সেই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন নেহরু-কন্যা ইন্দিরা গান্ধী। মেয়ের পরামর্শেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে সরাসরি অভিযোগ করেন ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী।
ফাল্ক বলেছেন, প্রধানমন্ত্রীর বাসভবনে বসে প্রাতরাশ সারছিলেন সকলে। টুকরো কথাবার্তা চলছিল। তখনই নাকি স্ত্রী–র ওপর চোটপাট শুরু করেন তৎকালীন রায়বেরিলির কংগ্রেস এমপি ফিরোজ। বলেন, ‘‌এই সিদ্ধান্ত ভুল। তুমি তো রীতিমতো ফ্যাসিবাদীর মতো আচরণ করছ!‌ এভাবে মানুষকে হয়রান করতে পারো না।’‌
মেয়ের জামাইকে মেজাজ হারাতে দেখে চুপ করে গিয়েছিলেন নেহরু। কিন্তু দমবার পাত্রী ছিলেন না ইন্দিরা। এ ধরণের মন্তব্য বরদাস্ত করবেন না বলে স্বামীকে সাফ জানিয়ে দেন। বচসা চরমে উঠলে ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি।
ফাল্ক–এর দাবি, পরে পার্লামেন্টে কংগ্রেসের দলীয় বৈঠকেও কেরল সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ফিরোজ। কেরল মুসলিম লিগের সঙ্গে কংগ্রেসের দহরম মহরম নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ‘কংগ্রেস ‌কি সমস্ত নীতিবোধ হারিয়ে ফেলেছে? ক্ষমতায় টিকে থাকতে এবার কি সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করা হবে? এভাবে চললে তো জনা সিংয়ের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে হয়!‌’‌
ঘনিষ্ঠ বন্ধু ও সাংবাদিক নিখিল চক্রবর্তীর কাছেও নাকি স্ত্রীকে নিয়ে দুঃখ করেছিলেন ফিরোজ গান্ধী। জানিয়েছিলেন, কেরল ‘‌জবর দখল’‌ করায় সম্মতি ছিল না তার। প্রতিবাদও করেছিলেন। কিন্তু ইন্দিরার জেদের সামনে তার যুক্তি ধোপে টেকেনি। এক সময় নাকি বিবাহ বিচ্ছেদের কথাও ভেবেছিলেন ফিরোজ! রাজ্য কংগ্রেসের এক মন্ত্রীর মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু নেহরু ও মন্ত্রিসভার সদস্য রফি আহমেদ কিদওয়াইয়ের হস্তক্ষেপে তা হয়ে ওঠেনি। এর বাইরেও নাকি অনেক নারীর সঙ্গে ফিরোজের সম্পর্ক ছিল।
বইতে জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন ফাল্ক। তার দাবি, মার্কিন বান্ধবী ডরোথি নরম্যানকে লেখা চিঠিতে বাবার সমালোচনা করেছিলেন ইন্দিরা। বাবাকে দুর্বল ও দ্বিধান্বিত বলে উল্লেখ করেছিলেন। লিখেছিলেন, ‘শুরু থেকে ভালো নেতৃত্বই দিয়েছেন বাবা। কিন্তু তিনি একনায়কতন্ত্রের বিরোধী।’‌
মায়া সেলভেঙ্কর নামের ইন্দিরা গান্ধীর এক বান্ধবীর বয়ান তুলে ধরেছেন ফাল্ক। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রীয় কাঠোমো বিরোধী বলে উল্লেখ করেছেন।
দীর্ঘ চল্লিশ বছর ধরে গবেষণার পর ‘‌ফিরোজ:‌ দ্য ফরগটেন গান্ধী’‌ বইটি লিখতে পেরেছেন বলে জানিয়েছেন ৮৩ বছর বয়সী বার্তিল ফাল্ক। সাংবাদিকতা থেকে অবসর নেয়ার পর এখন পর্যন্ত ৩৫টি বই লিখেছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি