শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একাই নয় রানে ১০ উইকেট নিলেন বোলার!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৬

dddd

পূর্বাশা ডেস্ক:

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল দৃষ্টান্ত দেখিয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছিলেন ইংলিশ অফস্পিনার জিম লেকার ও ভারতের লেগস্পিনার অনিল কুম্বলে। সম্প্রতি তাদের পাশে নাম লিখিয়েছেন ভারতের ১৫ বছর বয়সী অফস্পিনার দেব প্যাটেল। তিনি একাই আউট করেছেন প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে।

ভারতের স্কুল ক্রিকেটে অবিশ্বাস্য এক বোলিং ফিগারের জন্ম দিয়েছে মুম্বাইয়ের এই কিশোর। ১০টি উইকেট নেওয়ার জন্য তাকে খরচ করতে হয়েছে মাত্র ৯ রান। তার অফস্পিনের ঘূর্ণিজাদু দেখিয়ে প্রতিপক্ষকে একাই কুপোকাৎ করে দিয়েছে যমুনাবাই নার্সি হাই স্কুলের এই প্রতিভাবান ক্রিকেটার। পরে ব্যাট হাতেও ভালো নৈপুণ্য দেখিয়েছে দেব। খেলেছে ৩৫ রানের লড়াকু ইনিংস।

উল্লেখ্য ১৯৫৬ সালে জিম লেকার অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩৭ রানের বিনিময়ে ৯টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রান খরচ করে নিয়েছিলেন ১০টি উইকেট।

এরপর ১৯৯৯ সালে অনিল কুম্বলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইংনিসে ৭৪ রান দিয়ে নিয়েছিলেন ১০টি উইকেট। ভারত পেয়েছিল ২১২ রানের সহজ জয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি