শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসির জন্য সিটির দেড় হাজার কোটি টাকার প্রস্তাব


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৬

k7i1okcg_250679

পূর্বাশা ডেস্ক:

মেসি যতো চাইবেন ততো টাকাই দিতে রাজি ম্যানচেস্টার সিটি। এর আগেও বহুবারই এমন কথা বলেছে ইতিহাদের ক্লাবটি। তবে কোনো কিছুতেই মেসিকে ছাড়েনি বার্সেলোনা। তাহলে এখন কেন?

শোনা যাচ্ছে বার্সেলোনার সাথে আর চুক্তি রাড়াতে রাজি নন মেসি। বার্সার নতুন চুক্তির প্রস্তাবও নাকি ফিরিয়ে দিলেন মেসি। ক্লাবটির সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার তবে চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি নন তিনি।

এমনই বোমা ফাটানো তথ্য দিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

আর এতেই আবার সক্রিয় হয়ে উঠেছে ম্যান সিটি। ক্লাবটি জানিয়েছে মেসির জন্য ২০০ মিলিয়ন ডলার খরচ করতে রাজি তারা। মেসি চাইলে এটি আরো বাড়তে পারে। যার অর্থ হচ্ছে, মেসির জন্য প্রায় সাড়ে পনের হাজার কোটি টাকা নিয়ে পথ চেয়ে আছে সিটি।

শোনা যাচ্ছে সিটিতে সপ্তাহে পাঁচ লক্ষ পাউন্ড হবে মেসির বেতন। ডেইলি মিরর জানিয়েছে বেতনের অংকটা নাকি মেসির ওপরই নির্ভর করছে। সিটি নাকি এটাও জানিয়েছে, মেসিই নির্ধারণ করবে তার বেতন!

তবে এখনো সব কিছু গুজই ধরে নেয়া যায় কারণ মেসি বা সিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

শোনা যাচ্ছে স্পেনে ট্যাক্স ফাঁকি সংক্রান্ত মামলার কারণে বার্সায় আর থাকতে চান না মেসি। কর ফাঁকির মামলায় গত জুলাইয়ে মেসিকে ২১ মাসের কারাদণ্ড দেয় স্পেনের আদালত। আপিল করায় অবশ্য জেলে যেতে হয়নি মেসিকে।

আর এই কারণেই নাকি স্পেন ছাড়তে চান মেসি। এখন দেখা যাক, মেসিকে ধরে রাখতে বার্সার পক্ষ থেকে কত মিলিয়ন পাউন্ডের ঘোষণা আসে। খুব শীঘ্রই মেসির সাথে চুক্তি নবায়ন করতে আলোচনায় বসবে কাতালান ক্লাবটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি