মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতীয় ড্রোন পাকিস্তানের ভূপাতিত করার দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৬

259694_1
ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান ভূখণ্ডে অনধিকার প্রবেশের পর ভারতীয় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল অসীম বাজওয়া টুইটারে লিখেছেন, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে একটি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়।

পাকিস্তানি এই সেনা কর্মকর্তার দাবি, ভারতীয় ড্রোনটি নিয়ন্ত্রণরেখা থেকে প্রায় ৬০ মিটার ভেতরে (পাকিস্তান অংশে) অনধিকার প্রবেশ করেছিল। ভূপাতিত করার পর পাকিস্তানের রাখচাকরি সেক্টরের আগাহি পোস্টের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে।

পাকিস্তানের দাবির বিষয়ে ভারতের কাছ থেকে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি