শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিতু হত্যার বিচার শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৬

172688_155

পূর্বাশা ডেস্ক:

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী বছরের ১৮ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

অভিযুক্ত দুই আসামি হলেন এহতেশামুল হক ওরফে ভোলা ও তাঁর সহযোগী মো. মনির হোসেন।

গত ৫ জুন সকালে চট্টগ্রামের ও আর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু মিতুকে।

ওই মাসের ২৮ তারিখ ভোলা ও মনিরকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বাকলিয়া থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে এ মামলা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি