শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টেকনাফে ৫ লাখ ইয়াবা জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

yaba-1-550x324
ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় পাচারকারী ও বিজিবির মধ্যে গুলিবিনিময় হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজিবি জানায়, রবিবার ভোরে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরংয়ের আলুগোলা প্রজেক্ট সংলগ্ন নাফ নদীতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। জবাবে বিজিবি সদস্যরাও তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই নৌকা থেকে এসব ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ-২ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক আবু রাশেল সিদ্দিকী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি