শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে পুলিশকর্তা আটক ইয়াবাসহ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

261826_1
ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে ১৭০০ পিস ইয়াবা নিয়ে প্রাইভেটকারসহ নগর পুলিশের এক এএসআইকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার আরও দুই সহযোগীকে আটক করা হয়।

গত শনিবার রাতে সরকারি সিটি কলেজের সামনে থেকে বাকলিয়া থানার এএসআই রিদোয়ানুল ইসলাম, ইশরাতুন নূর জেরিন ও জিল্লুর রহমানকে আটক করা হয়। এএসআই রিদোয়ান বাকলিয়া থানায় কর্মরত ছিলেন।

এ ঘটনায় পুলিশ কর্মকর্তা রিদোয়ানুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, এএসআই রিদোয়ানের বিরুদ্ধে মাদকবহনসংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রোববার তাদের চট্টগ্রাম মহানগর হাকিম হারুন-উর-রশিদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মাহমুদুল হক বাদী হয়ে তাদের বিরুদ্ধে গতকাল কোতোয়ালি থানায় মামলা করেন।

জানা গেছে, চট্টমেট্টো-গ-১১-৪৬৯৪ নম্বরের টয়োটা করোনা প্রিমিও প্রাইভেটকারে করে ১৭০০ পিস ইয়াবা বহন করছিলেন পুলিশ কর্মকর্তা এএসআই রিদোয়ানসহ অন্য দুজন। গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজের সামনে থেকে তাদের আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি