রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খবরের কাগজ দিয়ে তৈরি পোশাক!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

diffrent-fashion20161129175557

পূর্বাশা ডেস্ক:

পোশাক মানুষের ব্যক্তিত্বের একটি অংশ। অনেক ক্ষেত্রে আপনি আপনাকে উপস্থাপন করেন এই পোশাকের মাধ্যমেই। নতুন, পুরনো, রঙিন হাজারো বাহার আছে এই পোশাকের ভিড়ে। পোশাকে আছে নতুনত্ব। পেছনে ফিরে তাকালেই দেখা যাবে পোশাকে পরিবর্তন এসেছে খুব কম সময়ে। সময়ের সঙ্গে সঙ্গে পোশাক হয়ে দাঁড়িয়েছে ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ।

আপনি আপনাকে ফ্যাশনের কোন আলোকে তুলে ধরবেন তা নির্ভর করে আপনার পোশাকের ওপর। তাই লাইফস্টাইল থেকে শুরু করে ফ্যাশন, সব ক্ষেত্রেই আছে পোশাকের সমান গুরুত্ব। রেশম, নাইলন, হাজারো উপাদান দিয়ে পোশাক তৈরি করা গেলেও এর মাঝে আছে কিছু ভিন্নতা।

জাগো নিউজের মজার মজার ফ্যাশনের আজকের আয়োজনে তেমনি একটি মজার ফ্যাশন হচ্ছে নিউজ পেপার অর্থাৎ খবরের কাগজ দিয়ে তৈরি পোশাক।

খবরের কাগজের মূল্য আমাদের কাছে থাকে মাত্র ২৪ ঘণ্টা। খুব গুরুত্বপূর্ণ না হলে আমরা খবরের কাগজ নিজেদের কাছে রাখি না। কিন্তু প্রতিনিয়ত ছাপানো হচ্ছে লাখো লাখো খবরের কাগজ।

একদিকে মানুষ এসব পড়ছে অন্যদিকে তা ফেলে দিচ্ছে ময়লার স্তূপের মাঝে। তবে এই চিরাচরিত নিয়ম ভাঙতে প্রাণপণ চেষ্টা করেছেন একজন। যিনি খবরের কাগজ নতুনভাবে চেয়েছেন উপস্থাপন করতে পোশাকের মাধ্যমে। তিনি একজন ইতালিয়ান নাগরিক। নাম ইভানো ভিটালি।

ভিটালি খবরের কাগজকে নিয়ে এসেছেন সুতার চেহারায়। এই সুতা দিয়ে তৈরি হচ্ছে জামা, যা দেখতে কাপড়ের তৈরি জামার মতই। এটি তৈরি করতে প্রথমে খবরের কাগজকে খুব চিকন করে কেটে করুশ দিয়ে কাঠিতে পেঁচিয়ে হালকা টুইস্টের সঙ্গে সুতার বল তৈরি করা হয়।

এই পদ্ধতিতে আঠা, রঙ, কোনো কিছুই ব্যবহারের প্রয়োজন পড়ে না, হয় না কোনো প্রকারের পরিবেশ দূষণ। তবে এতে রঙ ব্যবহার করার সুযোগ রয়েছে। জ্যাকেটের মতো পোশাকগুলোকেও এই নিউজ পেপার থেকে তৈরি করা সম্ভব খুব সহজে।

 

সূত্রঃ জাগো নিউজ।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি