রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রসাধনীতে যত বিষ!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

images-42

ডেস্ক রিপোর্টঃ

প্রসাধনীর উদ্দেশ্য সৌন্দর্য বর্ধন হলেও আদতে এটি শরীরের বারোটা বাজাতে পারে। এ পণ্যগুলোতে সচরাচর ব্যবহৃত বিষাক্ত উপাদানগুলোর সঙ্গে পরিচিত হওয়া যাক এবার।

খনিজ আলকাতরাঃ খনিজ আলকাতরায় রয়েছে কার্সিনোজেন, যা ক্যান্সারের কারণ। শুষ্ক ত্বকের চিকিৎসায়, উকুন-নাশক ও খুশকি-নাশক শ্যাম্পুতে এটি ব্যবহৃত হয়।

ডিইএ/টিইএ/এমইএঃ ক্যান্সারের জন্য দায়ী আরেকটি উপাদান। এটি এমালসিফার ও শ্যাম্পুর ফেনা তৈরির উপাদান, একইসাথে ফেসওয়াশ এবং মেকআপ তৈরিতে ব্যবহৃত হয়।

ইথোজাইলেটেড সারফ্যাক্ট্যান্টস এবং ১,৪-ডাইওক্সেনঃ এটি কোন পণ্যের গায়ে লিখা থাকে না কারণ এটি ইথিলেন অক্সাইড দিয়ে বানানো হয়, যা ব্রেস্ট ক্যান্সারের কারণ হিসেবে জানা যায়। শ্যাম্পু বা সাবানে এই উপাদান থাকে।

ফরমালডিহাইডঃ শরীরের চামড়ার জ্বালাপোড়া ও ক্যান্সারের জন্য দায়ী আরেকটি উপাদান। নেইল পলিশ, হেয়ার ডাই, নকল আইল্যাশ শ্যাম্পু ইত্যাদিতে ফর্মালডিহাইড থাকে। এটাকেই মূলত ফরমালিন নামে চেনে সবাই।

সুগন্ধী প্রসাধনী পণ্য বাচাইয়ের ক্ষেত্রে সুঘ্রাণ যুক্ত পণ্য এড়িয়ে চলা উচিত। কেননা এর আড়ালে অনেক ক্ষতিকর উপাদান থাকে যা ত্বকের রোগের সাথে মাথা ব্যথার কারণ।

হাইড্রোকুইনিনঃ ত্বকের মেলালিন উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয় হাইড্রোকুইনিন, যা স্কিন-ক্যান্সার এবং ত্বকের অন্যান্য রোগের কারণ। ত্বক উজ্জ্বলকারী ক্রিমে এটি পাওয়া যায়।

সীসাঃ সীসা হলো কার্সিনোজেন এবং হরমোনের সমস্যার জন্য দায়ী। লিপ-স্টিক ও হেয়ার ডাইতে এটি পাওয়া যায়।

পারদঃ পারদ এলার্জি এবং মস্তিষ্কের সমস্যার কারণ। পারদ মাস্কারা, চোখের ড্রপ, এবং ত্বকের চিকিৎসায় ব্যবহার করা হয়।

খনিজ তেলঃ শিশুর তেলের অন্যতম উপাদান হলো খনিজ তেল। এটি ত্বকের উপরে প্লাস্টিকের মতো আবরণ তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।

অক্সিবেনজোনঃ প্রায় সব সানস্ক্রিন লোশন বা ক্রিমে এটি থাকে। এর জন্য সেলুলার ড্যামেজ, হরমোনের সমস্যা, এলার্জি হয়।

প্যারাবেন্সঃ ব্রেস্ট ক্যান্সার জন্য দায়ী অন্যতম উপাদান গুলোর একটি প্যারাবেন্স। শাম্পু, সেভিং ক্রিম, লুব্রিক্যান্টস এবং টুথপেস্টে এটি থাকে।

পিপিডিঃ হেয়ার ডাই এবং অন্যান্য চুলের পণ্যে পিপিডি পাওয়া যায়। আমাদের ত্বক ও ইমিউন সিস্টেম বিষাক্ত করার পাশাপাশি এলার্জি এবং ডার্মাটিস রোগের কারণ পিপিডি।

ফ্যাটালেটঃ সুগন্ধী, পারফিউম, ডিওডোর্যাান্ট এবং লোশনে লুকিয়ে থাকে এই ক্ষতিকর উপাদানটি। ক্যান্সার, লিভার, কিডনি, ফুসফুস এর ক্ষতির জন্য ফ্যাটালেট দায়ী।

প্ল্যাসেন্টাল নির্যাসঃ ত্বক এবং চুলের পণ্যে এটি ব্যবহৃত হয় এবং এর জন্য এন্ডোক্রিন সিস্টেম ব্যাহত হতে পারে।

পলিথাইলিন গ্লাইসলঃ এটি কসমেটিক পণ্যে ব্যবহৃত হয়। ১,৪-ডাইওক্সেন এবং ইথেলেন অক্সাইড এই দুই কার্সিনোজেন এর সাথে এটি দূষিত হতে পারে।

সিলিকন প্রলেপঃ চুল ও ত্বকের প্রসাধ্নীতে এটি পাওয়া যায়। যা টিউমার এবং চামড়ার জ্বালাপোড়া সৃষ্টি করে।

সোডিয়াম ল্যাউরেল (ইথার) সালফেটঃ এই উপাদানটি ত্বকের জ্বালাপোড়ার জন্য দায়ী। সাবান, শ্যাম্পু, বডিওয়াশ, টূথপেস্টে এটি ব্যবহৃত হয় ফেনা উৎপাদনের জন্য।

ট্যাল্কঃ শিশুর পাউডার, ডিওডোর্যা ন্ট, এবং মেকআপে ট্যাল্ক ব্যবহার করা হয়। এটি জরায়ু ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের সমস্যার জন্য দায়ী।

টলিউইনঃ নেইল পলিশ, হেয়ার ডাইয়ে টলিউইন পাওয়া যায়। এন্ডোক্রিন এবং ইমিউন সিস্টেমের সমস্যার জন্য এটি বেশ পরিচিত।

ট্রাইক্লোসানঃ অ্যান্টিব্যাক্টেরিয়াল পণ্যে এটি খুঁজে পাওয়া যায়, যা ক্যান্সার এবং এন্ডোক্রিন সিস্টেমের সমস্যার সাথে জড়িত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি