বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইডিইউতে নোবেল জয়ী ড. ইউনূসের বক্তব্য নিয়ে সেমিনার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

edu-photo4-sm20161203152627

পূর্বাশা ডেস্ক:

সোশ্যাল বিজনেস নিয়ে নোবেল বিজয়ী ড. ইউনূসের চিন্তাধারা যুগ যুগ ধরে তরুণ প্রজন্মকে উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউর) উপাচার্য ও দেশবরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

তিনি বলেছেন, সোশ্যাল বিজনেস আইডিয়ার মাধ্যমে একটি দেশে সুস্থ উন্নয়ন ধারার সূচনা চালু করার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ড.ইউনূস। তিনি দেশ থেকে সব ধরনের বৈষম্য, বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা দূর করার ভাবনাও তুলে ধরেছেন। তার এমন পরিকল্পনায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বের বহু মেধাবী তরুণ তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন।

‘নোবেল বিজয়ী ড. ইউনূসের বক্তব্য ও তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিস ক্লাব।  নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে শনিবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, ড. ইউনূস সবসময় তরুণদের উৎসাহ যোগাতে ভালোবাসেন। তিনি প্রায়ই বলে থাকেন আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করে চাকরির পেছনে কেনো ছুটবে? তারা নিজেরা কিছু করবে। সোশ্যাল বিজনেস নিয়ে তরুণরা বিশ্ব বিপ্লব ঘটাতে পারে।

তিনি বলেন, সমাজে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, পরিবেশ, জ্বালানি ও যোগাযোগ খাতে নানাবিধ সমস্যা সমাধানের জন্য অত্যন্ত চমৎকারভাবে সামাজিক ব্যবসাকে কাজে লাগিয়েছেন ড. ইউনূস। তরুণরা এখন আইডিয়া ফেরি করে ঘুরছে। তাদের চিন্তা, মননে এমন অনেক আইডিয়া বিকশিত হওয়ার জন্য ঘুরপাক খাচ্ছে।

সোশ্যাল বিজনেস আগামী দিনে উন্নয়নের নতুন পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য সিকান্দার খান। ইডিইউর সোশ্যাল সার্ভিস ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক তোফাতুন নেসা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।

এসময় সোশ্যাল বিজনেস নিয়ে ইডিইউর শিক্ষার্থীদের উপস্থাপন করা অনেক আইডিয়া থেকে সেরা প্রস্তাবটির জন্য পুরষ্কার তুলে দেওয়া হয়।

এর আগে ২০১২ সালে ঢাকার ইউনূস সেন্টার আয়োজিত সোশ্যাল বিজনেস প্রতিযোগিতায় রানার্স আপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন ও ২০১৫ সালে পুনরায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি