বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কর্ণফুলীর দূষিত পানি যেভাবে হচ্ছে পান উপযোগী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

wasa-sm20161203113227

পূর্বাশা ডেস্ক:

১৪ কোটি ৩০ লাখ লিটারের লক্ষ্যমাত্রা নিয়ে নভেম্বর মাস থেকে চালু হয়েছে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প। ওয়াসার দাবি কর্ণফুলী থেকে সংগৃহীত এসব অপরিশোধিত পানি কয়েক ধাপে পরিশোধনের পর হয়ে যাচ্ছে সরাসরি পানযোগ্য।

রাঙ্গুনিয়ার পোমরাতে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প এলাকা ঘুরে এসব তথ্য জানা যায়।  প্রকল্প এলাকা পরিদর্শনের সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ কর্ণফুলীর দূষিত পানি পরিশোধনের পর কীভাবে পানযোগ্য হয়ে উঠছে তা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এই প্রকল্পের পানির উৎস কর্ণফুলী নদীর অপরিশোধিত পানি। অনবরত পানির প্রবাহ ঠিক রাখার জন্য নদীর কূলে ইনটেকের ব্যবস্থা রাখা হয়েছে। প্রকল্পতে আসা পানির ছোট-বড় উভয় প্রকারের ভাসমান পদার্থ আটকে রাখার জন্য ভাসমান ফেন্স ও বারস্ক্রিন ব্যবহার করা হয়েছে।’

ওয়াসার এমডি জানান, ইনটেক থেকে দুটি ইনলেট চ্যানেলের মাধ্যমে মূল পানি পাম্পওয়েলে প্রবেশ করে। ইনটেক পাম্প স্টেশন থেকে দুটি পাম্পের সাহায্যে সার্বক্ষণিক পানি উত্তোলন করে ডাকটাইল আয়রণ পাইপের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রি-সেডিমেন্টেশন বেসিনে আনা হয়। এখানে উর্ধ্বমুখী প্রবাহে পানি সমান হারে বেসিনে ছড়িয়ে পড়ে। বেসিনে পানি ১ ঘণ্টা ৩৪ মিনিট রাখার সুযোগ রয়েছে। ফলে এখানে পানির অপেক্ষাকৃত ভারি মাটি, কাদা ইত্যাদি তলানিতে জমা পড়ে।

পরে আংশিক পরিশোধিত সেই পানি বেসিন থেকে রিসিভিং ওয়েলে এসে লাইম ও এলাম মিশ্রণ করে ফ্লাশ মিক্সার হয়ে ফ্লোকোলেশন চেম্বারে প্রবেশ করে। ফ্লোকোলেশন চেম্বারে ৩৭ মিনিট থাকার পর পানি ক্ল্যারিফায়ারে প্রবেশ করে। ক্ল্যারিফায়ারের পানি ২ ঘণ্টা ৩৬ মিনিট রাখার পর পরিশোধিত পানি ফিল্টারে আসে। ফিল্টারে পানি সম্পূর্ণ পরিশোধিত হয়। তারপর পরিশোধিত পানিতে ক্লোরিন মিশিয়ে জীবাণুমুক্ত করার জন্য ক্লোরিন কনটাক্ট চেম্বারে প্রবেশ করানো হয়। পরে জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি ওয়েল থেকে ট্রান্সমিশন পাম্পের সাহায্যে দীর্ঘ ট্রান্সমিশন লাইন দিয়ে উচ্চচাপে নগরীর নাসিরাবাদ এলাকায় স্থাপিত রিজার্ভারে সরবরাহ করা হয়। সেখান থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় পুরো নগরে।

ওয়াসার ব্যবস্থপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বলেন, ‘এই প্রকল্পের সরবরাহ করা পানি গুণের দিক দিয়ে বাজারজাত করা বিভিন্ন প্রতিষ্ঠানের পানির সমান। তাই এ পানি সরাসরি টেপ থেকে খাওয়ার যোগ্য।’

তবে সরাসরি এই পানি পানযোগ্য হলেও সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে পাইপলাইন লিকেজ। এই লিকেজের কারণে বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সঙ্গে যুক্ত হচ্ছে নানা ব্যাকটেরিয়া। কোথাও আবার ড্রেনের ময়লা পানিও লিকেজ দিয়ে মিশে যাচ্ছে ওয়াসার সরবরাহ করা পানির সঙ্গে। তাই ১০০ শতাংশ জীবাণুমুক্ত করে মূল প্রকল্প থেকে পানি সরবরাহ করা হলেও নগরবাসীর বাসার টেপ পর্যন্ত আসতে আসতে সেই পানি হয়ে যাচ্ছে জীবাণুযুক্ত।

এ ব্যাপারে তিনি বলেন, ‘৪০-৫০ বছরের পুরোনো হওয়ায় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের ৬০ শতাংশ পাইপ নষ্ট হওয়ার পথে। এর ফলে অর্ধেক প্রেশারে পানি সরবরাহ করাতেই কিছু কিছু পাইপ ফেটে গেছে। পাইপ লিকেজ হওয়ার কারণে পাইপলাইনে ব্যাকটেরিয়া প্রবেশ করে পানির সঙ্গে মিশে যাছে। পাশাপাশি লিকেজ হয়ে যাওয়া বিভিন্ন এলাকায় ড্রেন থাকায় সেই ড্রেনের পানিও পাইপলাইনে প্রবেশ করছে। এর ফলে পানিতে জীবাণু ছড়িয়ে পড়ছে। তাই এই পানি বাসাবাড়ির বেসিন থেকে সরাসরি পানে সমস্যা হতে পারে।  না হয় এই পানি সরাসরি পান করা যেত।

তবে আশার বাণী শুনিয়ে ওয়াসার এমডি বলেন, ‘আমরা আশা করছি কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প পেজ-২ এর কাজ শেষ হলে এই সমস্যা আর থাকবে না। কারণ এই প্রকল্পের আওতায় পানি সরবরাহের পরিমাণ বৃদ্ধি এবং একই সাথে বর্ধিত পানির সুষ্ঠু বণ্টন ব্যবস্থার জন্য সঞ্চালন, বিতরণ পাইপলাইন উন্নয়ন ও সম্প্রসারণ কাজও করা হবে। ২০২০ সালের মধ্যে এই প্রকল্প শেষ হবে। এই প্রকল্প শেষ হলে নগরবাসীকে ২০৪০ সাল পর্যন্ত ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি