শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সরিষার তেল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

xe691tm858qn348xe134tm186qn601rep_125012-550x374
পূর্বাশা ডেস্ক:

আমরা সাধারণত রান্নার কাজে সরিষার তেল ব্যবহার করি। অনেকে আছেন যারা বাচ্চাদের শরীরে এই তেল মালিশ করে দেন। কিন্তু সরিষার তেলের অন্য কোন কাজে ব্যবহার করেছেন?

১। সরিষার তেল প্রাকৃতিক ত্বক পরিষ্কারক হিসেবে কাজ করে। আপনি আপনার মুখ থকে মেকআপ তুলতে এটি ব্যবহার করতে পারেন।

২। সরিষার তেল প্রাকৃতিক টুথপেস্ট হিসেবে ব্যবহার করা যায়। অল্প একটু তেল নিয়ে তাতে একটু লবণ এবং কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন। এরপর দাঁত মাজুন। আপনার দাঁত উজ্জ্বল ও ঝকঝকে হবে।

৩। নিয়মিত চুলে সরিষার তেল ব্যবহারে চুল পড়া কমে যায় এবং চুলের গোড়া মজবুত হয়।

৪। ত্বকের চুলকানিতে সরিষার তেল প্র্য়োগ করলেও উপকার পাওয়া যায়।

৫। মুখে নিয়মিত সরিষার তেল মালিশ করলে মুখের কালো দাগ দূর হয় এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

৬। শীতের সময় মুখের ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। এই যন্ত্রনা থেকে বাঁচতে কয়েক ফোটা সরিষার তেল মুখে মালিশ করে কিছুক্ষন অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক আবার মসৃণ হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি